দেশ

বিকেল ৫টায় খুলছে শবরীমালা মন্দির, ১০ মহিলাকে ফেরত পাঠাল পুলিশ

নিরাপত্তার দায়িত্ব নেবে না বলে আগেই দিয়েছে রাজ্য সরকার। সেই পরিস্থিতিতেই শনিবার থেকে ৪১ দিনের জন্য খুলছে কেরলের শবরীমালা মন্দির। বিকাল ৫টায় পুণ্যার্থীদের জন্য মন্দিরের দরজা খুলবে। জানা যাচ্ছে, মন্দির খোলার আগেই কেরালা পুলিশ ১০ মহিলা ভক্তকে ফিরিয়ে দিয়েছে। রিপোর্ট অনুযায়ী, এই মহিলারা সবাই রজঃস্বলা (Menstruating Age) ছিলেন, অর্থাত্‍ সবার বয়স ৫০ বছরের মধ্যে। এই মহিলাদের পাম্বার বেস ক্যাম্প থেকে ফিরে আসতে বলা হয়েছিল। কারণ, সরকার মহিলা ভক্তদের নিরাপত্তা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ওই ১০ মহিলা অন্ধ্রপ্রদেশে থেকে এসেছিলেন বলে জানা গেছে। গত বছরই শবরীমালায় সব বয়সি মেয়েদের পুজোর অধিকারকে স্বীকৃতি দেয় সুপ্রিম কোর্ট। তার পর হাজার হাজার মানুষের বাধা অতিক্রম করে ওই মন্দিরে ঢোকার চেষ্টা করেন কয়েক জন মহিলা। সেইসময় তাঁদের নিরাপত্তা দিতে হিমশিম খেতে হয়েছিল পুলিশকে। দু’পক্ষের সংঘর্ষে আহত হন বহু মানুষ। সেই ঘটনার পরই আদালতে মামলা পুনর্বিবেচনা করে দেখতে একাধিক আর্জি জমা পড়েছিল, দিন কয়েক আগেই যা সাত বিচারপতির বৃহত্তর বেঞ্চে সরিয়ে নিয়ে যাওয়া হয়। সেই নিয়ে কোনও সিদ্ধান্ত আসার আগেই মন্দির খুলে যাওয়ায় মহিলাদের নিরাপত্তা দিতে অস্বীকার করে কেরল সরকার। কেরালার বাম সরকার গত বছর সুপ্রিম কোর্টের শবরীমালায় মহিলাদের প্রবেশের অনুমতি দেওয়ার নির্দেশ কার্যকর করেছিল। 

https://twitter.com/ANI/status/1195667437837963264