দেশ

রাজস্থানে যাত্রীবোঝাই বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, মৃত ১৪, আহত ১৮

আজ সকালে রাজস্থানের বিকানের জেলার শ্রীদুঙ্গারগড়ে ১১ নম্বর জাতীয় সড়কের যাত্রীবোঝাই বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল ১৪ জনের এবং আহত হয়েছে আরও ১৮ জন। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, জয়পুর থেকে বিকানেরগামী ‘‌রাজস্থান লোকপরিবহন বাসসেবা’‌ সংস্থার ওই বাসটি শ্রীদুঙ্গাগড়ের কাছে উল্টো দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি ধাক্কা মারে। দুটি গাড়ি বেপরোয়া গতিতে চলছিল। সংঘর্ষের অভিঘাত এতোটাই ছিল যে ট্রাকটি সম্পূর্ণ উল্টে যায় এবং বাসটির সামনের অংশের একটা দিক তুবড়ে খুলে যায়। পরে খবর পেয়ে পুলিস গিয়ে স্থানীয়দের সহায়তায় জখমদের উদ্ধার করে স্থানীয় পিবিএম হাসপাতালে ভর্তি করেছে। মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্ত পাঠানো হয়েছে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ১০ জনের। বাকিরা হাসপাতালে মারা যান বলে জানিয়েছে পুলিস। দুর্ঘটনার ফলে জাতীয় সড়কে সাময়িক যানজটের সৃষ্টি হয়েছিল।