মহারাষ্ট্রে অচলাবস্থার মধ্যেই এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করতে চলেছেন এনসিপি প্রধান শারদ পাওয়ার। প্রধানমন্ত্রীর সঙ্গে বুধবার বৈঠক করার কথা তাঁর। জানা গেছে, ওই বৈঠকে প্রধানমন্ত্রীর সঙ্গে মহারাষ্ট্রের কৃষকদের সঙ্কট নিয়ে আলোচনা করবেন এনসিপি প্রধান। এছাড়া মহারাষ্ট্রে সরকার গড়া নিয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।