দেশ

সারা দেশে এনআরসি চালু নিয়ে অমিত শাহ দাবির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেন ভোট রণনীতিকার প্রশান্ত কিশোর

গোটা দেশে এনআরসি চালু করার হুঙ্কার দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর অমিত শাহ। অমিত শাহ দাবির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে দিলেন তৃণমূলের ভোট রণনীতিকার প্রশান্ত কিশোর। তাঁর প্রশ্ন, ১৫টিরও বেশি রাজ্যে অবিজেপি সরকার। তাহলে কীভাবে এটা সম্ভব? রাজ্যসভায় বুধবার এনআরসি নিয়ে কেন্দ্রীয় সরকারের অবস্থান আরও একবার স্পষ্ট করেছেন অমিত শাহ। তিনি জানিয়ে দিয়েছেন, অসম-সহ গোটা দেশেই অনুপ্রবেশকারীদের সনাক্ত করতে এনআরসি করা হবে। একইসঙ্গে পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান থেকে আগত হিন্দু, বৌদ্ধ, শিখ, খৃষ্ট্রান, জৈনদের নাগরিকত্ব সুনিশ্চিত করতে সরকার নাগরকিত্ব সংশোধনী বিল পাশ করাবে। অমিত শাহের দাবি নিয়ে প্রশ্ন তুলে দিলেন প্রশান্ত কিশোর। টুইটারে তিনি লিখেছেন, ”১৫টিরও বেশি রাজ্যে অবিজেপি সরকারের মুখ্যমন্ত্রীর শাসন। দেশের ৫৫ শতাংশ জনসংখ্যা রয়েছে ওই রাজ্যগুলিতে। কজন মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করা হয়েছে বা রাজি করানো গিয়েছে, তা জানতে চাইছি।”