জেলা

রাজ্য জুড়ে স্ক্রাব টাইফাস আতঙ্ক, মৃত্যু ২

একদিকে ডেঙ্গু আতঙ্কে মরিয়া রাজ্যবাসী, অন্যদিকে তারই মধ্যে আরেক নতুন আতঙ্ক স্ক্রাব টাইফাস। এক জাতীয় পোকার কামড়ে এই রোগ ছড়াচ্ছে। এই নিয়ে রাজ্যে স্ক্রাব টাইফাসে আক্রান্ত হয়ে ইতিমধ্যেই ২ জনের মৃত্যু হয়েছে। সূএের খবর, মুর্শিদাবাদের বাসিন্দা তরুণ সরকার নামে এক যুবকের প্রায় ৭ দিন আগে প্রবল জ্বর হয়। প্রথমে তাকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয় কিন্তু তার অবস্থা ক্রমশ খারাপ হলে তাকে সেখান থেকে স্থানান্তরিত করা হয় কলকাতা একটি বেসরকারি হাসপাতালে। কিন্তু একাধিক অঙ্গ বিকল হয়ে যাওয়ার কারণেই হাসপাতালেই মৃত্যু হয় তার। এই জাতীয় পোকা সাধারনত ঝোপ ঝাড়ে দেখা যায়। এই পোকার কামড়ে প্রবল জ্বর আসে, গায়ে ব়্যাশ দেখা দেয়। চিকিত্‍সা দেরীতে শুরু হলে মাল্টি অরগ্যান ফেলিওর হয়ে রোগীর মৃত্যুও ঘটতে পারে।