দেশ

রাজ্যপালের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে শিবসেনা

সেই আবেদন রবিবার বেলা সাড়ে ১১টায় শোনা হবে বলে জানাল শীর্ষ আদালত

মহারাষ্ট্রের রাজ্যপালের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল শিবসেনা, কংগ্রেস এবং এনসিপি জোট। শীর্ষ আদালতের কাছে একটি আবেদনে তাদের দাবি, আগামী ২৪ ঘণ্টার মধ্যে বিধানসভায় নিজেদের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করুক দেবেন্দ্র ফডণবীস সরকার। জোটের দাবি, আগামী ২৪ ঘণ্টার মধ্যে বিধানসভায় নিজেদের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করুক দেবেন্দ্র ফডণবীস সরকার। মহারাষ্ট্রে বিজেপির নেতৃত্বে সরকার গঠনের বিরোধিতায় সুপ্রিম কোর্টে রিট পিটিশন দাখিল করল শিবসেনা। সূত্রের খবর অনুযায়ী, রিট পিটিশনে রাজ্যপালের পদক্ষেপের বিরুদ্ধে প্রশ্ন তোলা হয়েছে। অন্য একটি সূত্রে থেকে জানা যাচ্ছে রিট পিটিশনে শিবসেনা ছাড়াও রয়েছে কংগ্রেস ও এনসিপির আবেদন। মহারাষ্ট্রের রাজ্যপাল ভগত সিং কোশিয়ারির পদক্ষেপ নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। প্রশ্ন তোলা হয়েছে ফড়নবিশ এবং পাওয়ার শপথগ্রহণ নিয়েও। সেখানে বলা হয়েছে, রাজ্যপালের কাজকে অবৈধ বলে ঘোষণা করা হোক আর শিবসেনা-এনসিপি এবং কংগ্রেস জোটকে সরকার গঠনে আমন্ত্রণ জানানো হোক।