দেশ

লোকসভায় গান্ধীর হত্যাকারীকে ‘‌দেশভক্ত’‌ বললেন প্রজ্ঞা ঠাকুর

রাষ্ট্রপিতার হত্যাকারীকে ‘‌দেশপ্রেমী’ বলে লোকসভা ভোটের আগে প্রধানমন্ত্রীর বিরাগভাজন হয়েছিলেন প্রজ্ঞা ঠাকুর। এবার ভরা লোকসভায় নিজের অবস্থানেই অনড় থাকলেন বিজেপি সাংসদ প্রজ্ঞা ঠাকুর। লোকসভায় এনপিজি নিরাপত্তা নিয়ে বিতর্ক চলাকালীন নাথুরাম গডসেকে ‘‌দেশভক্ত’ বলে ফেলেন। তা নিয়েই জোর বিতর্ক তৈরি হয়েছে লোকসভায়। বুধবার লোকসভায় ডিএমকে সাংসদ এ রাজা বক্তব্য রাখছিলেন। গান্ধীকে কেন হত্যা করেছিলেন নাথুরাম গডসে, সেকথাই বলছিলেন ডিএমকে সাংসদ। রাজার বক্তব্যের মাঝেই ভরা লোকসভায় হঠাত্‍ করে উঠে দাঁড়িয়ে প্রজ্ঞা সিং ঠাকুর বলেন, ‘‌একজন দেশভক্তের উদাহরণ দিতে পারেন না আপনি।’‌ এ রাজা তাঁর বক্তব্যে বলেন, নাথুরাম গডসে নিজেই স্বীকার করে নিয়েছিলেন যে ৩২ বছর ধরে রাগ জমা হতে হতেই একদিন গান্ধীকে হত্যা করার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। একটি নির্দিষ্ট রাজনৈতিক আদর্শে বিশ্বাস করতেন বলেই বহুদিনের রাগ ছিল গান্ধীজির ওপর, আর সেই কারণেই হত্যা করেন নাথুরাম, বলেন এ রাজা। নাথুরামকে দেশভক্ত বলায় বিরোধী পক্ষের প্রবল বিরোধীতার শিকার হন প্রজ্ঞা সিং ঠাকুর। পরিস্থিতি সামাল প্রজ্ঞাকে ধমক দিয়ে বসিয়ে দেন বিজেপির শীর্ষ নেতারা। ‌