আজ কলকাতা প্রদেশ কংগ্রেস দপ্তরে কংগ্রেস সভাপতি সোমেন মিত্র এক সাংবাদিক বৈঠকে বলেন। গতকাল মালদার চাচলে রাহুল গান্ধীর মন্তব্যের জেরে এ রাজ্যের মন্ত্রীর মন্তব্যের পরিপ্রেক্ষিতে বলেন রাজ্য তথা বাংলায় ৩৪জন কৃষক আত্মহত্যা করেছে, চাষীরা সবজির নূন্যতম দাম পাচ্ছেনা এর জন্য রাজ্য সরকার শ্বেতপত্র প্রকাশ করুক। এছাড়া গত ১৬তারিখ বিমানবন্দরে সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়ের স্ত্রী-র ঘটনা টেনে কটাক্ষ করে বলেন ভারতীয় নাগরিকের কাছে থাইল্যান্ডের পাসপোর্ট এর রহস্য কি? সাংসদের স্ত্রী বলে তিনি প্রথমে পাসপোর্ট দেখাতে রাজি হননি। পরে শুল্ক দপ্তরের চাপে দেখাতে চান। শুল্ক দপ্তর থানায় অভিযোগ করতে গেছিল কিন্তু অভিযোগ গ্রহণ হয়নি তার কারণ রাজ্য সরকার আসামী ছাড়াতে যায়। এছাড়াও বিমান বসুর মন্তব্যের পরিপ্রেক্ষিতে বলেন কে টাকা নিয়েছে কংগ্রেস না বামফন্ট্রের শরিকদল সেটা আগামী দিনে স্পষ্ট হবে । ভালো করে খোজখবর নিয়ে মন্তব্য করুন।