মালদা

তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ বিজেপি কর্মীদের বিরুদ্ধে

হক জাফর ইমাম, মালদা: তৃণমূল কংগ্রেস কর্মীকে বাঁশ দিয়ে মারধরের অভিযোগ উঠলো বিজেপি কর্মীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মালদা বামনগোলা থানার নিমডাঙ্গার ধামোর এলাকায়। ঘটনায় এখনও পর্যন্ত পুলিশে অভিযোগ দায়ের হয়নি। স্থানীয় সূত্রে জানা গেছে বুধবার রাতে সুরেন মহাতো বাজার করে বাড়ি ফিরছিলেন। সেই সময় স্থানীয় বিজেপি কর্মী ভৈরব মাহাত ও মীরলাল মাহাত তাঁকে জব কার্ড পাইয়ে দেওয়ার বিনিময়ে বিজেপি কে ভোট দিতে বলেন। সুরেন মাহাতো তাঁদের জানান, এতদিন কংগ্রেস ক্ষমতায় থাকাকালীন তাঁকে জব কার্ড করে দিতে পারেনি। বিজেপিও করতে পারবে না। তাই তিনি বিজেপিকে ভোট দেবেন না। এরপর ভৈরব মোহন্ত ও মীরলাল মহন্ত তাঁকে বাঁশ দিয়ে মারধর করেন। রক্তাক্ত অবস্থায় স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে মালদা বামনগোলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যান । সেখানকার চিকিৎসকরা তাঁকে মালদা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে স্থানান্তরিত করেন। ঘটনায় এখনও পর্যন্ত পুলিশে অভিযোগ দায়ের হয়নি। আক্রান্ত তৃণমূল কর্মী সুরেন মাহাত সংবাদমাধ্যমকে ঘটনার সম্পর্কে বলেন, “গতরাতে আমি বাড়ি ফিরছিলাম। সেই সময় ভৈরব মহন্ত ও মীরলাল মোহন্ত আমাকে বলে বিজেপিকে ভোট দিলে আমার জব কার্ড হবে। আমি বললাম কংগ্রেস করে দিতে পারেনি বিজেপি কীভাবে করবে আমাকে বিজেপিতে যোগ দিতেও বলে। আমি বিজেপিতে যোগ দেওয়ার কথা না বলাই আমাকে মারধর করে। অপরদিকে বিজেপির মালদা জেলা সভাপতি সঞ্জিত মিশ্র জানান বিজেপি মারধরের রাজনীতি করে না। এসব তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফল।