হক জাফর ইমাম, মালদা: ঘুমন্ত অবস্থায় বিজেপির পঞ্চায়েত সদস্যের বাড়িতে ঢুকে তার ভাইকে গুলি করে খুনের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়।ঘটনায় অভিযোগের কাঠগড়ায় শাসকদল তৃণমূল কংগ্রেস।বিজেপি করাই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই গুলি করে খুনের ঘটনা ঘটিয়েছে বলেই দাবি পরিবারের।ঘটনাটি ঘটেছে মালদার হরিশচন্দ্রপুর থানার দৌলতনগর গ্রাম পঞ্চায়েতের বটতলী গ্রামে।তবে অভিযোগ অস্বীকার করে পারিবারিক অশান্তি ও গোষ্ঠী কোন্দলেই এই খুন বলে দাবি করেন তৃণমূলের নেতা গৌড় চন্দ্র মন্ডল। অপরদিকে উত্তর মালদা বিজেপি প্রার্থী খগেন মুর্মু ঘটনা সম্পর্কে বলেন গত পঞ্চায়েত নির্বাচনে ৬২ জন বিজেপি কর্মীকে আমাদের কে হারাতে হয়েছে। আমরা কোন রাজ্যে বাস করছি যেখানে তৃণমূলের বিধায়ক কে খুন হতে হয়। রাজ্যে তৃণমূলের জল্লাদ বাহিনী একের পর এক খুন করেই চলেছে। বর্তমানে এটি জল্লাদের রাজ্য চলছে। রাজ্যের পুলিশ প্রশাসন দলো দাসে পরিণত হয়েছে। পুলিশ দেহ উদ্ধার করে ঘটনার তদন্ত শুরু করেছে।পুলিশ সূত্রে জানাগেছে, মৃতার নাম পাতানু মন্ডল(২৮)।বটতলী গ্রামের বাসিন্দা।পেশায় সিভিক ভোলেন্টিয়ার হলেও বর্তমানে আইনি কারণে সাসপেন্ট করা হয়েছিলো।তার দাদা উৎপল মন্ডল দৌলতনগর গ্রাম পঞ্চায়েতের বিজেপির সদস্য। মৃতার স্ত্রী রুমা দাস মন্ডল পুলিশের কাছে অভিযোগে জানিয়েছেন , রোজকার মতো বুধবার রাতে সন্তানদের নিয়ে ঘুমিয়ে ছিলেন।সেই সময় দুই জন দুস্কৃতি দরজা ভেঙে ঘরে ঢুকে পাতানু মন্ডলের ওপর গুলি চালায়।গুলি লাগে ঘাড়ে। দুষ্কৃতীদের মধ্যে একজনকে চিনতে পারেন তিনি।যার নাম সুমিত মন্ডল।এলাকারই বাসিন্দা।