কলকাতা

সাংবাদিক বৈঠকে কে কে শর্মা-র ইস্যু নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে পাল্টা আক্রমণ মুকুল রায়ের

সঞ্জয় রায়চৌধুরী, কলকাতাঃ ইস্তেহার প্রকাশ অনুষ্ঠানে ছবি দেখিয়ে পশ্চিমবঙ্গে নিযুক্ত কেন্দ্রীয় পুলিস পর্যবেক্ষক কে কে শর্মাকে নিয়ে প্রশ্ন তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কে কে শর্মার সঙ্গে আরএসএস যোগের অভিযোগ তুলেছিলেন তিনি । এদিন পাল্টা সাংবাদিক বৈঠক করে একইরকমভাবে একটি ছবি দেখিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন বিজেপি নেতা মুকুল রায়। পশ্চিমবঙ্গে এবং ঝাড়খন্ডে নির্বাচনের সময় কে কে শর্মার পোস্টিং নিয়ে কালই প্রশ্ন তুলেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন আরএসএস এর সঙ্গে একই মঞ্চে দেখা গেছিল এই কে কে শর্মাকে। ধর্মতলার ধারণা মঞ্চে আই পি এস অফিসার দের সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেখিয়ে পাল্টা মুকুল রায় বলেন অবাধ এবং স্বাধীন ভোট করাতে এই সমস্ত পুলিশ আধিকারিকদের ভোট প্রক্রিয়া থেকে সরিয়ে রাখা হোক। পাপের প্রায়শ্চিত্ত করছি তৃণমূল ছেড়ে বিজেপিতে এসে মন্তব্য মুকুল রায়ের, বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে বিজেপি নেতা মুকুল রায় বলেন পশ্চিমবঙ্গে ভোট লুট হয় যা গণতন্ত্রের সব থেকে বড় লুট, বাম আমলে চোরেদের রাজ ছিল আর তৃণমূল আমলে ডাকাতদের রাজ তাই বিজেপিতে ঢুকে পাপের প্রায়শ্চিত্ত করছি। তিনি জানান, দেশের ৫৪৩ টি লোকসভা কেন্দ্রে একসঙ্গে বিকেল ৫ টায় “ম্যা ভি চৌকিদা হু” ভিডিও কনফারেন্স এর মাধ্যমে দেখানো হবে। এছাড়া ৩১ মার্চ রাজ্যের ৪০ টি লোকসভা কেন্দ্রেই এই কর্মসূচি পালন করবে বিজেপি। দেখুন ভিডিও –