৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে রাত ১টা পর্যন্ত এই কন্ট্রোল রুম খোলা থাকবে, টোল-ফ্রি নম্বর হল ১৮০০৩৪৫৩৩৯০
কলকাতা: কালীপুজোর পর এবার বর্ষবরণের রাতেও কন্ট্রোল রুম খোলা রাখার সিদ্ধান্ত নিল রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। সোমবার এক সাংবাদিক সম্মেলনে পর্ষদের চেয়ারম্যান কল্যাণ রুদ্র এবং সদস্য সচিব রাজেশ কুমার বলেন, ৩১ ডিসেম্বর সন্ধ্যা ছ’টা থেকে রাত ১টা পর্যন্ত এই কন্ট্রোল রুম (টোল-ফ্রি নম্বর ১৮০০৩৪৫৩৩৯০) খোলা থাকবে। আইন বহির্ভূতভাবে বাজি ফাটানো (রাত ১১টা ৫৫ মিনিট থেকে সাড়ে ১২টা পর্যন্ত), বক্স বা ডিজে বাজানো- কোথাও কোনও অভিযোগ থাকলেই সঙ্গে সঙ্গে ফোন করে অথবা অ্যাপে অভিযোগ জানানোর আবেদন করা হয়েছে পর্ষদের পক্ষ থেকে। কন্ট্রোল রুমের পাশাপাশি পর্ষদের ফ্লাইং স্কোয়াড বিভিন্ন জায়গায় ঘুরবে। শব্দ মাপা হবে গুরুত্বপূর্ণ জায়গাগুলির। থানাগুলিকেও নজর রাখতে বলা হয়েছে পর্ষদের পক্ষে। এদিকে, এদিন মাইক এবং সাউন্ড বক্স প্রস্তুতকারী ১২টি সংস্থার আধিকারিকদের সঙ্গে বৈঠক করে পর্ষদ। সেখানে তাঁদের সাউন্ড লিমিটার যন্ত্র সহ মাইক এবং বক্স বানানোর বিষয়ে তাঁদের কেন্দ্রীয় আইন সম্পর্কে সতর্ক করা হয়েছে। একইসঙ্গে তারা কীভাবে ওই সাউন্ড লিমিটার (যাতে জোরে করলেও, মাইক নির্দিষ্ট সীমার মধ্যেই শব্দ করবে) যন্ত্র ওয়েবেল থেকে কিনবে, সেবিষয়েও তাদের সঙ্গে আলোচনা করা হয়। পর্ষদের পক্ষ থেকে জানানো হয়েছে, পরবর্তী পর্যায়ে ডেকরেটরদের সঙ্গেও এই একই বিষয়ে বৈঠক করা হবে।
প্রতীকী ছবি।