বছর শেষে কেঁপে উঠল জম্মু ও কাশ্মীর। মাত্র ২ ঘণ্টার মধ্যে ৪ বার কেঁপে উঠল জম্মু, কাশ্মীর-সহ পাকিস্তানের একাংশ। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল পাক অধিকৃত কাশ্মীর। সোমবার পৌনে এগারোট নাগাদ প্রথমবার কম্পন অনুভূত হয়। কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৪.৭। মিনিট ৬ মধ্যে ফের কেঁপে ওঠে মাটি। কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫.৫। তৃতীয় কম্পনটি অনুভূত হয় রাত ১০টা ৫৮ নাগাদ। কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৪.৬। রাত ১১টা ২০ নাগাদ শেষবার কম্পন অনুভব করতে পারা যায়। মাত্রা ছিল রিখটার স্কেলে ৫.৪।