কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়াতে একটি নম্বর ছড়িয়েছে। কখনও যৌনতার হাতছানি। কখনও টাকার লোভ। কখনও সেটাকে নেটফ্লিক্স ভিডিও স্ট্রিমিং অ্যাপের ফ্রি সাবস্ক্রিপশন নম্বর বলে চাউর করা হচ্ছিল। তবে আজ অমিত শাহ স্পষ্ট জানিয়ে দেন নম্বরটি বিজেপির টোল ফ্রি নম্বর যাতে ফোন করে সাধারণ মানুষ সিএএ-র প্রতি তাদের সমর্থন ব্যক্ত করতে পারেন। এই নম্বরটা নেটফ্লিক্সের নয়। স্বরাষ্ট্রমন্ত্রী এই বিষয়ে বলেন, ‘গতকাল থেকে আমি দেখছি যে গুজব রটানো হচ্ছে যে আমাদের একটি টোল ফ্রি নম্বর যেটা কি না সিএএ-র সমর্থন আদায় করার জন্য, সেটি নেটফ্লিক্স নামক একটি চ্যানেলের। আমি বিষয়টি স্পষ্ট করতে চাই যে এই নম্বরটি নেটফ্লিক্সের নয়। বরং এটি বিজেপির টোল ফ্রি নম্বর।’
নয়া নাগরিকত্ব আইনের সমর্থনের জন্য জনমত জানতে গত ৩রা জানুয়ারি বিজেপি কর্তৃক একটি টোল-ফ্রি নম্বর প্রকাশ করা হয়। ৪ঠা জানুয়ারির মধ্যে সেই নম্বর অনেকের মোবাইলে ঘুরতেও শুরু করে। সোশ্যাল মিডিয়াতে ৮৮৬৬২৮৮৬৬২ নম্বরটি প্রকাশ করে কয়েকজন মন্ত্রী নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ এর সপক্ষে জনগণকে একটি মিসডকলের মাধ্যমে সমর্থন জানানোর আহ্বানও জানান।