দেশ

নতুন চিফ অফ ডিফেন্স স্টাফ-এর অধীনে সচিব পদে নিয়োগ প্রক্রিয়া শুরু

নয়াদিল্লিঃ নবগঠিত চিফ অফ ডিফেন্স স্টাফ পদে বছরের শুরুতেই নিযুক্ত হয়েছেন বিপিন রাওয়াত। তিন বাহিনীর শীর্ষ পদে রয়েছেন এখন তিনিই। এবার তাঁর নেতৃত্বে এই নবগঠিত বিভাগে অন্যান্য পদগুলিতেও নিয়োগের প্রক্রিয়া শুরুর সিদ্ধান্ত নিচ্ছে কেন্দ্র। সূত্রের খবর, বিপিন রাওয়াতের অধীনে সামরিক বিভাগে দুজন যুগ্ম সচিব থাকবেন। পাশাপাশি ১৩জন ডেপুটি সেক্রেটারি, ২২জন আন্ডার সেক্রেটারি নিযুক্ত হবেন। ভারতের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফের দায়িত্ব সামলাবেন জেনারেল রাওয়াত। তাঁর অবসরের ঠিক আগের দিনই ঘোষণা করা হয় এই নতুন পদে তাঁর অভিষেকের কথা। উল্লেখ্য, প্রতিরক্ষা দফতরের এই নতুন পদ দেশের সেনার ৩ টি অংশকে ঘিরে সরকারকে পরামর্শ দিতে চলেছে। ভারতীয় পদাতিক, বায়ুসেনা,নৌসেনা বিষয়ে সরকারকে পরামর্শ দেবেন এই চিফ অফ ডিফেন্স স্টাফ।