কলকাতা জেলা

ফের চড়ল তাপমাত্রার পারদ, রাজ্যে আবার বৃষ্টির সম্ভাবনা

ফের চড়ল তাপমাত্রার পারদ। আগামী ৭২ ঘণ্টায় কলকাতার তাপমাত্রার পারদ আরও বাড়ার সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বৃহস্পতিবার কলকাতার তাপমাত্রা ১৪.৬ ডিগ্রি। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। তার সঙ্গে গোটা রাজ্যেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে দক্ষিণবঙ্গ বৃষ্টির প্রকোপে নাও পড়তে পারে। তুলনায় উত্তরের জেলাগুলিতে ৩ দিন বৃষ্টির সম্ভাবনার কথা জানা গিয়েছে হাওয়া অফিস সূত্রে। বুধবার থেকেই তাপমাত্রা বাড়ার সম্ভাবনার কথা জানিয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তর। মকরক্রান্তিতেই সেরকম ঠান্ডা টের পাওয়া যায়নি। হাওয়া অফিসের রিপোর্ট বলছে আগামী ৭২ ঘণ্টায় কলকাতার তাপমাত্রা আরও দু’ থেকে তিন ডিগ্রি বেড়ে দাঁড়াবে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে দার্জিলিং–কালিম্পংয়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার। আবার শুক্র-শনিবার উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা। যা চলবে রবিবার পর্যন্ত। কলকাতায় তাপমাত্রার পারদ চড়লেও উত্তরাখণ্ড, জম্মু–কাশ্মীর এবং সিকিমে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার কলকাতায় মূলত পরিষ্কার আকাশ। সকালের দিকে হালকা কুয়াশা ছিল। সর্বনিম্ন তাপমাত্রা সামান্য বেড়ে হয়েছে ১৪.৬ ডিগ্রি সেলসিয়াস। গতকাল বিকেলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি।