জেলা

দক্ষিণ-পূর্ব রেলের ২৪টি স্টেশনে মোট ৯১৬টি সিসিটিভি বসানো হবে

দক্ষিণ-পূর্ব রেলের ২৪টি স্টেশনে মোট ৯১৬টি সিসিটিভি বসানো হয়েছে। জোন সূত্রের খবর, স্টেশনগুলির প্ল্যাটফর্ম, ওয়েটিং হল এবং অন্যান্য জায়গায় সিসিটিভির মাধ্যমে কন্ট্রোল রুম থেকে নিয়মিত নজরদারি চালাচ্ছে আরপিএফ। সিসিটিভির ফুটেজ দেখতে পাচ্ছেন স্টেশন মাস্টাররাও। এছাড়াও, নির্ভয়া ফান্ডের অধীনে দীঘা এবং বালেশ্বর স্টেশনে মোট ৩২টি ক্যামেরা বসানো হয়েছে। এই ফান্ডের অধীনেই দক্ষিণ-পূর্ব রেলের আরও ৩৩টি স্টেশনে সিসিটিভি বসানো হবে বলে খবর। আগামী দিনে কয়েকটি বড় স্টেশনে ‘ফেসিয়াল রেকগনিশন সিস্টেম’ চালু করা হবে। এই ব্যবস্থায় প্রযুক্তির মাধ্যমে অপরাধীদের শনাক্ত করা যাবে বলে খবর।