ফের সংবাদ শিরোনামে যোগীর রাজ্য। এবার নাবালিকা মেয়ের শ্লীলতাহানির ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের হাতে খুন হতে হল নির্যাতিতার মাকে। ঘটনাটি ঘটে গত ৯ জানুয়ারি উত্তরপ্রদেশের কানপুরে। গতকাল শুক্রবার সন্ধ্যায় এখানকার একটি হাসপাতালে মৃত্যু হয় বছর চল্লিশের ওই মহিলার। ইতিমধ্যেই এই বিষয়ক একটি ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, লাল কুর্তা পরিহিত এক মহিলা পড়ে রয়েছেন মাটিতে। আর পা দিয়ে তাঁর মুখে সমানে লাথি মারছে সাদা পাঞ্জাবি পরা এক ব্যক্তি। জানা গিয়েছে, এর আগে ওই মহিলার নাবালিকা মেয়ের শ্লীলতাহানি করেছিল ছয় দুষ্কৃতী। অভিযোগ দায়ের করার পর তাদের গ্রেপ্তার করা হয়। এরপর জামিনে মুক্ত হয়েই শ্লীলতাহানিতে অভিযুক্তরা মত্ত অবস্থায় চড়াও হয় নির্যাতিতার পরিবারের উপর। শ্লীলতাহানির মামলা তুলে নেওয়ার জন্য চাপও দিতে থাকে। কিন্তু তাঁরা রাজি না হওয়াতেই মারধর শুরু করে দুষ্কৃতীরা।। গুরুতর জখম অবস্থায় ওই মহিলাকে হাসপাতালে ভর্তি করা হলে গতকাল তাঁর মৃত্যু হয়। সূত্রের খবর, বাধা দিতে গিয়ে প্রহৃত হন আরও এক মহিলা। তাঁদের কানপুর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই মারা যান নির্যাতিতার মা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, নির্যাতিতার মা’কে বেধড়ক মারধর করা হচ্ছে। সাদা কুর্তা পরা এক যুবক ওই মহিলার মুখেও আঘাত করে। সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ছড়িয়ে পড়ার পর থেকে অভিযুক্তদের ফের গ্রেপ্তারের দাবিতে সরব হয়েছে নেটিজেনরাও। ঘটনায় নতুন করে তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমধ্যেই ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের খোঁজ চলছে। কিন্তু এই ঘটনা ফের একবার প্রশ্নের মুখে ফেলে দিয়েছে যোগী প্রশাসনকে।