কলকাতা দেশ

দিল্লিতে সাধারণতন্ত্র দিবসের প্যারেডে পশ্চিমবঙ্গ সরকারের বদলে থাকবে কলকাতা বন্দর কর্তৃপক্ষের ট্যাবলো

এবারের সাধারণতন্ত্র দিবসের প্যারেডে পশ্চিমবঙ্গ সরকারের কোনও ট্যাবলো থাকছে না। কেন্দ্রীয় সরকার সূত্রে একথা আগেই স্পষ্ট করে দেওয়া হয়েছে। তবে বাংলার প্রতিনিধিত্ব থাকছেই। এই প্রথমবার নয়াদিল্লিতে ২৬ জানুয়ারির প্যারেডে অংশ নিতে দেখা যাবে কলকাতা বন্দর কর্তৃপক্ষকে। সূত্রের খবর, কলকাতা বন্দরের একটি ট্যাবলো থাকবে প্যারেডে। এই ট্যাবলোর প্রস্তাব অবশ্য পাঠিয়েছে কেন্দ্রীয় জাহাজ মন্ত্রক। সম্প্রতি ১৫০ বছর পূর্তি হয়েছে কলকাতা বন্দরের। ট্যাবলোতেও বন্দরের ইতিহাসকেই তুলে ধরা হবে। ক’দিন আগেই জনসঙ্ঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে কলকাতা বন্দরের নামকরণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।