কলকাতা

আজ রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা

কলকাতাঃ আজ সকাল ১১টায় শুরু হচ্ছে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা। পরীক্ষায় বসছেন মোট ৮৮ হাজার ছাত্রছাত্রী। এঁদের মধ্যে ৫৫,৫২৯ জন রাজ্যের। বাকিরা অন্য রাজ্যের বাসিন্দা। তবে, গতবারের তুলনায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ২৫ হাজার কমেছে। পশ্চিমবঙ্গ, অসম এবং ত্রিপুরা মিলিয়ে মোট ২১৯টি কেন্দ্রে পরীক্ষা হবে। পরীক্ষা শুরু হবে সকাল ১১টায়। কিন্তু পরীক্ষার্থীদের সকাল সাড়ে ১০টার মধ্যে উপস্থিত হতে হবে। প্রথমার্ধে রয়েছে গণিতের পরীক্ষা। দুপুর ২টোয় শুরু হবে পদার্থবিদ্যা এবং রসায়নের পরীক্ষা। পরীক্ষার্থীদের অবশ্যই অ্যাডমিট কার্ড, একটি সচিত্র পরিচয়পত্র এবং নিজের একটি রঙিন ছবি নিয়ে যেতে বলা হয়েছে। হাইটেক টুকলি ঠেকাতে এবারও রেডিও ফ্রিকোয়েন্সি ডিটেক্টর ব্যবহার করা হচ্ছে।