দেশ

‘যৌনাঙ্গে আঘাত করেছে পুলিশ’, মিছিলে পুলিশি নির্যাতনের অভিযোগ ছাত্রীদের

নয়াদিল্লিঃ যৌনাঙ্গে আঘাত করেছে, তারপর গলা টিপে ধরেছে৷ পরিস্থিতি এমন তৈরি হয়েছিল মনে হচ্ছিল দমবন্ধ হয়ে মরে যাবো৷’ জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্র আন্দোলনের ওপর নতুন করে পুলিশি নির্যাতনের অভিযোগ তুললেন পড়ুয়ারা৷ আজ জামিয়া থেকে সংসদ ভবন পর্যন্ত মিছিল ডেকেছিল পড়ুয়ারা৷ সেই মিছিলটি মাঝপথেই আটকে দেয় পুলিশ৷ আর সেই সময়েই পড়ুয়াদের ওপর নির্যাতন চালায় বলে অভিযোগ৷ একজন ছাত্রী জানিয়েছেন, ‘পুলিশ আমাদের ঠেলে সরিয়ে দিতে চাইছিল৷ পুলিশ প্রস্তুত ছিল আমাদের ওপর ঝাঁপিয়ে পড়ার জন্য৷ হঠাৎ করে সেই পুলিশের দল ভিড়ের মধ্যে ঢুকে পড়ে৷ তারপর প্রথমে আমাদের পায়ে মারতে থাকে৷ ধীরে ধীরে পরিস্থিতি আরও ভয়ানক হয়ে যায়৷ পুলিশের মারে আমাদের এক মহিলা সহপাঠীর যৌনাঙ্গে আঘাত লাগে৷ তাঁর অবস্থা খুবই সঙ্কটজনক৷ আমার সঙ্গেও এই একই ঘটনা ঘটেছে৷ আমি দু’বার জ্ঞান হারিয়েছি৷’ হাসপাতালের বেডে শুয়ে এই মর্মান্তিক অভিজ্ঞতা শেয়ার করেছেন তিনি৷ মাত্র দশদিন আগেই জামিয়ার মিছিলে গুলি চালিয়েছিল এক বন্দুকবাজ৷ সেই ঘটনার কয়েক দিনের মাথায় এই ঘটনা নতুন করে অশান্তি তৈরি করেছে৷ খবর পাওয়া যাচ্ছে এখনও পর্যন্ত বেশ কয়েকজন পড়ুয়াকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে৷ তাঁদের মধ্যে পাঁচজনের অবস্থা খারাপ৷ কয়েকজনের বুকে ব্যথা হচ্ছে৷ এরা সকলেই আল শিফা হাসপাতালে ভর্তি রয়েছেন৷