দেশ

কাশ্মীর ইস্যুতে মোদির সমালোচনা!‌ ব্রিটিশ সাংসদের ভিসা বাতিল, চরম হেনস্থা শিকার ডেবি আব্রাহাম

কাশ্মীর ইস্যুতে একসময়ে মোদি সরকারের বিরুদ্ধে কড়া সমালোচনা করেছিলেন ব্রিটিশ সাংসদ। এবার সেই লেবার পার্টির ব্রিটিশ সাংসদ ডেবি আব্রাহামের ভিসাই করে দিয়েছে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার। এমনই গুরুতর অভিযোগ উঠেছে মোদি সরকারের বিরুদ্ধে। ব্যক্তিগত কাজে দু’‌দিনের জন্য ভারতে এসেছিলেন তিনি। সোমবার সকালে দিল্লি বিমানবন্দরে নামার পর তাঁর ভিসা বাতিল করা হয়েছে বলে জানানো হয়। ডেবি আব্রাহাম জানিয়েছেন, বিমানবন্দরে নামার পরই আমার সঙ্গে অভব্য আচরণ করা হয়। এমনকী অপরাধীর মতোও ব্যবহার করা হয় এবং আমাকে ডিপোর্টি সেলে নিয়ে যাওয়া হয়। আমি বুঝতেই পারছি না এখানে ঠিক কী হচ্ছে!‌ আদৌও আমাকে আমার পরিবারের সঙ্গে দেখা করতে দেওয়া হবে কিনা। আমি জানি না কী হতে চলেছে।’‌ গত বছর আগস্ট মাসে কাশ্মীর থেকে অনুচ্ছেদ ৩৭০ বাতিল করার পর কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে কড়া সমালোচনায় নেমেছিলেন ডেবি আব্রাহাম। কাশ্মীরের পরিস্থিতি নিয়ে রীতিমতো উদ্বেগ প্রকাশ করেছিলেন তিনি।