কলকাতা দেশ

দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা সংক্রান্ত এক উচ্চ পর্যায়ের বৈঠকের ডাকে মুখোমুখি হতে চলেছেন অমিত শাহ ও মমতা

আগামী ২৮ ফেব্রুয়ারি ভুবনেশ্বরে দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা সংক্রান্ত এক উচ্চ পর্যায়ের বৈঠকের ডাক দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। সূত্রের খবর, জাতীয় নিরাপত্তা ও সীমান্ত পরিস্থিতি নিয়ে ওই বৈঠকে পশ্চিমবঙ্গ, বিহার, ওডিশা, ঝাড়খণ্ড ও সিকিমের মুখ্যমন্ত্রীদের ডাকা হয়েছে। ওই বৈঠকের পৌরহিত্য করবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নবান্ন সূত্রের খবর, এই বৈঠকের আমন্ত্রনপত্র ইতিমধ্যেই চলে এসেছে। এবং জানা যাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও যাচ্ছেন ওই বৈছকে যোগ দিতে। ফলে ফের একবার মুখোমুখি হতে চলেছেন রাজনীতির ময়দানে দুই শক্তিশালী রাজনৈতিক ব্যক্তিত্ব।