নবম শ্রেণীর এক ছাত্রের রহস্যমৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল বাগনানের পাইকপাড়ি এলাকার আল আমিন মিশনে। মৃত ছাত্রের নাম সলমান আমিন মোল্লা (১৪)। বাড়ি পাঁচলা থানার বলরামপোতা এলাকায়। মৃত ছাত্রের পরিবারের অভিযোগ, বুধবার দুপুরে আল আমিন মিশন থেকে তাদের জানানো হয় সলমান অসুস্থ, তাকে বাগনান গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে গিয়ে পরিজনরা জানতে পারেন সলমান গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছে। মৃতের পরিজনদের অভিযোগ, আল আমিন মিশনে এক শিক্ষকের সঙ্গে এক শিক্ষিকার অবৈধ সম্পর্ক ছিল। ওই কিশোর তা জেনে ফেলায় পরিকল্পনা করে খুন করা হয়েছে। অন্যদিকে, বৃহস্পতিবার সকালে আল আমিন মিশনের এক আধিকারিক উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে আসলে মৃতের পরিবারের সদস্যরা তাঁকে ব্যাপক মারধর করেন। পরে পুলিশ তাঁকে উদ্ধার করে। বাগনান থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।