কলকাতা

চিংড়িঘাটা ব্রীজ ভাঙার সিদ্ধান্ত রাজ্যে সরকারের

কলকাতাঃ এবার চিংড়িঘাটা ব্রীজ ভাঙার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। এর আগে বিশেষজ্ঞদের নিয়ে এই সেতুর পরীক্ষা নিরীক্ষা করেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। তখনই বিশেষজ্ঞরা ব্রিজ ভেঙে ফেলার সিদ্ধান্তের কথা জানান। সেই পরামর্শ অনুযায়ী এবার চিংড়িঘাটা ব্রীজ ভাঙার সিদ্ধান্ত নেওয়া হল। এর জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে ডিপিআর জারি করা হয়েছে। চিংড়িঘাটা ব্রীজ ভেঙে মাঠপুকুর থেকে চিংড়িঘাটা হয়ে নিউ টাউন পর্যন্ত তৈরি হবে নতুন ব্রীজ। বাইপাসের যানজট এড়াতে এই সিদ্ধান্ত বলে নবান্ন সূত্রে খবর।