হক জাফর ইমাম, মালদাঃ উচ্চ মাধ্যমিক পরীক্ষায় নকল করতে দিতে হবে, পরীক্ষার হলে নিজেদের ইচ্ছামতো বসতে দিতে হবে৷ এই দাবিতে আজ রণক্ষেত্র হয়ে উঠল পুরাতন মালদার সাহাপুর উচ্চবিদ্যালয় প্রাঙ্গন। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের দাপটে ভয়ে সিঁধিয়ে রইলেন শিক্ষকরা৷ পরীক্ষার্থীরা পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করে বলেও অভিযোগ৷ সেই ঘটনার ছবি তুলতে গেলে নিগ্রহ করা হয় এক সাংবাদিককে৷ যদিও মালদা থানার বিশাল পুলিশবাহিনী পরবর্তীতে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে৷ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান পুরাতন মালদার বিডিও জয়িতা খাটুয়া। মঙ্গলবার ছিল উচ্চমাধ্যমিকের অংক ও ইতিহাস পরীক্ষা৷ সাহাপুর উচ্চবিদ্যালয়ে সিট পড়েছে স্থানীয় ওসমানিয়া হাই মাদ্রাসার পরীক্ষার্থীদের৷ এই মাদ্রাসা থেকে পরীক্ষা দিচ্ছে বহিরাগত কিছু ছাত্রও৷ সেই পরীক্ষার্থীরা এদিন পরীক্ষাকেন্দ্রে হামলা চালায় বলে
অভিযোগ৷ স্কুলের শিক্ষক প্রদীপ বিশ্বাস বলেন, এই পরীক্ষার্থীরা নিজেদের ইচ্ছামতো পরীক্ষার হলে বসতে চাইছিল৷ কিন্তু তাদের দাবি তাঁরা মানেননি৷ এনিয়েই ক্ষোভে ফুঁসতে থাকে তারা৷ পরীক্ষা শেষ হওয়ার পর তারা শিক্ষকদের উপর হামলা চালায়৷ তাদের হামলায় এক শিক্ষক আহত হয়েছেন৷ তারা পুলিশের সামনেই শিক্ষকদের নিগ্রহ করেছে৷ পরীক্ষার খাতা লুটের চেষ্টা করে৷ পরে পুলিশকর্মীরা কোনরকমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন৷ ঘটনার পর শিক্ষকেরা নিরাপত্তাহীনতায় ভুগছেন৷ ঘটনাস্থলে উপস্থিত জেলা প্রশাসনের আধিকারিক স্বরাজবন্ধু ঘোষ বলেন, আজ সাহাপুর উচ্চ বিদ্যালয়ে পরীক্ষার্থীরা কিছু অন্যায় আবদার করে৷ স্কুল কর্তৃপক্ষ তাদের আবদার মানতে রাজি হয়নি৷ এনিয়ে স্কুলে খানিকটা উত্তেজনা দেখা দিয়েছিল৷ তবে তা বড়ো আকার নেয়নি৷ তবে এই ঘটনা পরবর্তী পরীক্ষায় কোনও প্রভাব পড়বে না৷ যদিও এই ঘটনা নিয়ে বিডিও কিংবা পুলিশ আধিকারিকরা কোনও মন্তব্য করতে রাজি হননি৷