মালদাঃ আদিবাসী অনুষ্ঠানের আসরে গিয়ে ধামসা-মাদলের তালে পা মেলালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আজ গাজোল কলেজ মাঠে আয়োজিত আদিবাসীদের গণবিবাহ অনুষ্ঠানে আদিবাসীদের সঙ্গে নাচে মেতে ওঠেন তিনি । এদিন গাজোলে গণবিবাহে সামিল হল প্রায় ৩০০ আদিবাসী পরিবার। বিয়ের আসরে নবদম্পতিদের হাতে বিভিন্ন উপহারও তুলে দেন মুখ্যমন্ত্রী ৷ তিনি বলেন, আগামী মাসেই সরকারিভাবে এমনই গণবিবাহের আসর বসবে উত্তরবঙ্গের চা বাগান এলাকায়৷ প্রয়োজনে প্রতি বছর অন্তত ১০ হাজার আদিবাসী মেয়ের এভাবেই বিয়ের ব্যবস্থা করবেন তিনি৷ প্রত্যেক মেয়েকে দেওয়া হবে রূপশ্রী প্রকল্পের ২৫ হাজার টাকার চেক৷