কলকাতা

করোনা আক্রান্ত সন্দেহে বেলেঘাটা আইডিতে ভর্তি ভগবানপুরের বাসিন্দা

কোরোনা আক্রান্ত সন্দেহে ভগবানপুরের বনমালীপুরের এক ব্যক্তিকে ভর্তি করা হল বেলেঘাটা আইডি হাসপাতালে ৷ ওই ব্যক্তি ব্যবসায়িক কারণে সম্প্রতি ইন্দোনেশিয়া গিয়েছিলেন। পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ ও স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে বেলেঘাটা আইডি হাসপাতালে চিকিৎসার জন্য ওই ব্যক্তিকে ভরতি করা হয়। ভগবানপুরের ওই বাসিন্দা রড ও সিমেন্টের ডিলার। সম্প্রতি ব্যবসায়িক কারণে ইন্দোনেশিয়া গিয়েছিলেন । ২৪ ফেব্রুয়ারি বাড়ি ফেরেন৷ তারপর থেকেই জ্বরে ভুগছিলেন তিনি। স্থানীয় চিকিৎসকের কাছে গেলে তিনি সন্দেহ প্রকাশ করেন । সংশ্লিষ্ট চিকিৎসক স্বাস্থ্য দপ্তরে খবর দিলে নড়েচড়ে বসে প্রশাসন। ব্লক প্রশাসন ও জেলা স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে ওই ব্যক্তিকে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করা হয়।