কলকাতা

ইকো পার্কে শুরু হল মধু চাষ

কলকাতাঃ ইকো পার্কে মধু চাষ শুরু হল। এজন্য নিউটাউনের ইকো পার্কে ‘বি করিডর’ তৈরি হয়েছে। বেঙ্গল চেম্বার অব কর্মার্সের উদ্যোগে ইকো পার্কের মধ্যে বাংলার গ্রাম নামে জায়গায় ওই মধু চাষ শুরু হয়েছে। যেখানে কৃত্রিম উপায়ে মৌচাক তৈরি করে মধু উৎপাদন হচ্ছে। বছরে ৬০ কেজি মধু উৎপাদিত হবে বলে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। মধুচাষিরা যাতে উৎসাহিত হন, সেই লক্ষ্যেই এই মধু চাষ করা হচ্ছে। সেই সঙ্গে ইকো পার্কে আসা দর্শনার্থীদেরও জন্যও এটি দেখার মতো জিনিস হবে বলে বলে হিডকো-র চেয়ারম্যান দেবাশিস সেন জানিয়েছেন।