বিদেশ

করোনা ভাইরাসের আতঙ্কে ফেসবুকের তিনটি অফিস বন্ধ

করোনা ভাইরাসের জেরে এবার লন্ডনের ৩টি অফিস বন্ধ ঘোষণা করেছে ফেসবুক। সম্প্রতি লন্ডনে ফেসবুকের এক কর্মীর শরীরে করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে। করোনায় আক্রান্ত ওই ব্যক্তি সিঙ্গাপুর থেকে লন্ডনের অফিসে আসেন। তার পরই লন্ডনে ফেসবুকের তিনটি অফিসই বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। কারণ ফেসবুকের অফিসেও করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা করছে ফেসবুক কর্তৃপক্ষ। ফেসবুক কর্তৃপক্ষের দাবি, ওই আক্রান্ত ব্যক্তির শরীর থেকে আর কোন কর্মী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন কিনা তা জানে না ফেসবুক। তাই আপাতত অফিস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে তারা। তবে এই সময়ের মধ্যে ফেসবুকের এসব অফিস খুব ভালভাবে পরিষ্কার-পরিচ্ছন্ন করার কাজ করা হবে বলেও জানানো হয়। জানা যায়, করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তি সিঙ্গাপুরের অফিসের একজন কর্মী ছিলেন। গত২৪ থেকে ২৬ ফেব্রুয়ারির মধ্যে তিনি একাধিকবার কাজের প্রয়োজনে ফেসবুকের লন্ডন অফিসে যাওয়া আসা করেছেন। তার শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি জানার পরই লন্ডনের তিনটি অফিসই আপাতত বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ফেসবুক। লন্ডনের ফেসবুকের তিনটি অফিসে অন্তত তিন হাজার কর্মী কাজ করেন। তাদের এখন থেকে বাসায় বসে অফিসের কাজ করতে বলা হয়েছে।