দেশ

আজ শুরু উচ্চ মাধ্যমিক

আজ থেকে শুরু উচ্চ মাধ্যমিক। পরীক্ষা চলবে সকাল ১০টা থেকে দুপুর ১টা ১৫ মিনিট পর্যন্ত। এবার একগুচ্ছ সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে সংসদ। মালদহ, বীরভূম, উত্তর ২৪ পরগনা, হাওড়া সহ বেশ কয়েকটি জেলায় প্রায় ২৫০টি কেন্দ্রকে স্পর্শকাতর বলে চিহ্নিত করা হয়েছে। মহুয়াদেবী জানান, ওই সব কেন্দ্র সংলগ্ন এলাকায় পরীক্ষা শুরুর পর ঘণ্টা দেড়েক ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখবে প্রশাসন। মাধ্যমিকের মতো পরীক্ষা চলাকালীন হোয়াটসঅ্যাপে প্রশ্নপত্র যাতে ছড়িয়ে না পড়ে, সেই উদ্দেশ্যেই এই ব্যবস্থা। এই কেন্দ্রগুলির মধ্যে কয়েকটিতে হ্যান্ডহেল্ড মেটাল ডিটেক্টর দেওয়া হয়েছে।

উচ্চ মাধ্যমিকের টোল ফ্রি নম্বর

সেন্ট্রাল টোল ফ্রি হেল্প ডেস্ক নম্বর- ০৩৩ ২৩৩৭ ০৭৯২
২৪ ঘণ্টা খোলা সেন্ট্রাল কন্ট্রোল রুম নম্বর-
১) ০৩৩-২৩৩৭ ৪৯৮৪
২) ০৩৩-২৩৩৭ ৪৯৮৫
৩) ০৩৩-২৩৩৭ ৪৯৮৬
৪) ০৩৩-২৩৩৭ ৪৯৮৭
৫) ০৩৩-২৩৩৭ ০৭৯২
জরুরি প্রয়োজনে ডেপুটি সেক্রেটারি (পরীক্ষা)-র সঙ্গে সরাসরি ৯৮৫১৯০৫৫২৯ নম্বরে যোগাযোগ করা যাবে।