বিনোদন

করোনার জেরে বাতিল হল টলিপাড়ার সমস্ত রকমের শ্যুটিং

করোনা আতঙ্কে বাতিল হল টলিপাড়ার সমস্ত রকমের শ্যুটিং। আগেই বলিউডে সবরকমের সিরিয়াল ও ছবির শ্যুটিংয়ের কাজ বন্ধ হয়েছে। করোনা ভাইরাসের সংক্রমণের আশঙ্কায় বন্ধ হয়েছে রাজ্যের সমস্ত রকমের স্কুল-কলেজ, স্টেডিয়াম, মাল্টিপ্লেক্স ও সিঙ্গল স্ক্রিনের সিনেমা হলগুলি। মঙ্গলবার টলিপাড়ার বিভিন্ন সংগঠনের বৈঠকের পর  শ্যুটিং বন্ধের সিদ্ধান্তের কথাই সরকারি ভাবে ঘোষণা করা হল। মঙ্গলবার  নন্দনে পূর্তমন্ত্রী এবং ফেডারেশন অব সিনে টেকনিশিয়ানস অ্যান্ড ওয়ার্কার্স অব ইস্টার্ন ইন্ডিয়ার সভাপতি অরূপ বিশ্বাস সাংবাদিক বৈঠকে বলেন, ‘ আগামীকাল অর্থাৎ বুধবার ১৮ মার্চ থেকে ৩০ মার্চ অবধি সমস্ত সিনেমা এবং ধারাবাহিকের শুটিং বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ৩০ তারিখ সিনেমা জগতের সবাইকে নিয়ে রিভিউ মিটিংয়ে বসবেন। সেখানেই স্থির হবে কবে থেকে আবার কাজ শুরু হবে ।’ জানা যাচ্ছে, ৫১টা সিরিয়াল, ১৭টি সিনেমার শ্যুটিং বন্ধ হচ্ছে। এই বৈঠকে উপস্থিত ছিলেন তথ্য ও সংস্কৃতি সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়, ইএমপার-র সভাপতি পিয়া সেনগুপ্ত, ৪টি চ্যানেলের প্রতিনিধি ও টলিপাড়ার কলাকুশলীরা। রাজ চক্রবর্তী এ দিন সাংবাদিক বৈঠকে বলেন, “মানুষের জীবনের দাম সবচেয়ে বড়। তাই আর্থিক ক্ষতি হলেও সবার স্বার্থে সমবেত ভাবে এই সিদ্ধান্তে এসেছি আমরা।’ পিয়া সেনগুপ্ত বলেন,’মঙ্গলবার থেকে সমস্ত সিনেমা হলগুলি বন্ধ থাকছে। এই নির্দেশিকার পর কোনও হল খোলা থাকলে, সেটা তাঁরা নিজের দায়িত্বে খুলবেন, তার জন্য কোনও ক্ষতি হলে ইমপা তার দায়িত্ব নেবে না।’