বিদেশ থেকে আসা ফ্লাইট এখনও কেন নামছে কলকাতায় ? করোনা রুখতে সরব মমতা বন্দ্যোপাধ্যায়
জ্যোতির্ময় দত্ত, কলকাতাঃ করোনা নিয়ে পরিস্থিতি সামাল দিতে নতুন পদক্ষেপ করল মমতার সরকার। ২ টাকা কেজি দরে মাসে ৫ কেজি মাথা পিছু চাল পাওয়া যায় রেশন দোকান থেকে। সেই চালই এবার বিনামূল্যে দেওয়া হবে। রেশন দোকান থেকে রাজ্য সরকার সাড়ে ৭ কোটি মানুষকে বিনামূল্যে চাল দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সেপ্টেম্বর মাস পর্যন্ত। আগামী সেপ্টেম্বর মাস পর্যন্ত। একইভাবে দেওয়া হবে মিড ডে মিল এবং অন্যান্য সরকারি প্রকল্পের সুবিধা। তিনি এও বলেন, এখনও বিদেশের বিমান নামছে কলকাতায়। করোনা ত্রাসের মধ্যে যখন আন্তর্জাতিক বিমান পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়, তারপরও কেন বিমান নামছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, অবিলম্বে বিমান নামা বন্ধ হোক। কেননা বিদেশ থেকে আসা ফ্লাইট কত সামলানো সম্ভব। অবিলম্বে ব্যবস্থা নেওয়া হোক, সরব হলেন মমতা। এর পাশাপাশি তিনি পরামর্শ দেন, যাঁরা বিদেশ থেকে আসছেন, তাঁরা যেন স্বেচ্ছায় হোম কোয়ারেন্টাইনে থাকেন। এটা তাঁদের নিজের জন্যও দরকার, দরকার পরিবারে সদস্যদের জন্য, পরিদজনদের জন্যও। আর নিজেদের দেশের জন্যও এই সচেতনতা জরুরি। কিন্তু আদতে দেখা যাচ্ছে করোনা মহামারী রূপ নেওয়া সত্ত্বেও এক শ্রেণির মানুষের কোনও হেলদোল নেই। মুখ্যমন্ত্রী অভয় দিয়ে বলেন, যদি কেউ আক্রান্ত হয়ে থাকেন ভয় পাবেন না। সঠিক চিকিত্সা, কিছু সতর্কতা অবলম্বন করলেই করোনা রুখে দেওয়া সম্ভব। তিনি এছাড়াও কিছু পরামর্শ দেন। সোমবার থেকে রাজ্য সরকারি অফিসগুলোতে চালু হবে অর্ধেক হাজিরা। অর্থাৎ অফিসে অর্ধেক কর্মী কাজে আসবেন, বাকি অর্ধেক বাড়িতে। পরের সপ্তাহে আবার উল্টে যাবে তা। ই অফিস সিস্টেম কাজে লাগিয়ে কর্মীরা যাতে বাড়ি বসেও কাজ চালিয়ে যেতে পারেন, তা দেখা হচ্ছে বলে জানান মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রক্রিয়া আপাতত চলবে ৩১ তারিখ অবধি। তারপর পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত। মুখ্যমন্ত্রী বেসরকারি সংস্থাগুলোর প্রধানদের কাছেও অন্তত ৫০ শতাংশ কর্মীকে বাড়িতে রাখার পরামর্শ দেন। প্রয়োজনে কাজের সময় কাটছাঁটের কথাও ভাবতে বলেন মমতা।করোনা পরিস্থিতি মোকাবিলায় রাজ্যে অপৎকালীন ত্রাণ তহবিল তৈরি করা হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন । ইচ্ছুক ব্যক্তিরা এই তহবিলে আর্থিক সহায়তা করতে করতে পারবেন। আজ নবান্নে দাঁড়িয়ে তিনি জানিয়ে দিলেন, ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, সাফাইকর্মী, অর্থাত্ যাঁরা এই সময় জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত, তাঁরা যেহেতু দিন-রাত কাজ করছেন, তাই পুজোর পরে তাঁদের বিশেষ ছুটি দেওয়া হবে। করোনা মোকাবিলায় রাজ্য কী কী পদক্ষেপ নিচ্ছে সেটা এদিন জানিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আরও বলেন, বিকেলে প্রধানমন্ত্রীর সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক আছে সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের। সেই বৈঠকের পরে আরও কিছু সিদ্ধান্ত নেওয়া হবে। তবে সেইসঙ্গে করোনা মোকাবিলায় কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ফের একবার বঞ্চনার অভিযোগ তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
একনজরে দেখে নেওয়া যাক মুখ্যমন্ত্রীর বক্তব্য
১) রেশন দোকান থেকে ২ টাকা কেজি দরে মাসে ৫ কেজি মাথা পিছু চাল এবার বিনামূল্যে দেওয়া হবে রাজ্য সাড়ে ৭ কোটি মানুষকে, সেপ্টেম্বর মাস পর্যন্ত। ২) আন্তর্জাতিক বিমান পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়, তারপরও কেন বিমান নামছে কলকাতায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, অবিলম্বে বিমান নামা বন্ধ হোক। ৩) বেসরকারি সংস্থাগুলোর প্রধানদের কাছেও অন্তত ৫০ শতাংশ কর্মীকে বাড়িতে রাখার পরামর্শ ৪) জরুরি পরিষেবায় যুক্ত কর্মীদের পুজোর পরে বিশেষ ছুটির ঘোষণা