কলকাতাঃ আজ পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, এখন পর্যন্ত পশ্চিমঙ্গে দু’জন বিদেশে থাকাকালীন করোনায় আক্রান্ত হয়েছিলেন। এবং কলকাতায় সেই সংক্রমণ বহন করে এনেছেন। এই পরিস্থিতিতে জানানো হচ্ছে বিগত কিছুদিনের মধ্যে যাঁরা অন্যান্য দেশ থেকে এ-রাজ্যে এসেছেনে, বিশেষ করে ইংল্যান্ড, আমেরিকা, ইউরোপ ও মধ্যপ্রাচ্যের দেশগুলি থেকে, তাঁরা যেন অবশ্যই বাধ্যতামূলকভাবে ১৪ দিন ‘হোম কোয়ারান্টাইনে’ অর্থাৎ গৃহবন্দি অবস্থায় থাকেন। করোনা প্রতিরোধের জন্য সামাজিক দূরত্ব বজায় রাখা এখন অবশ্য কর্তব্য। যিনি বা যাঁরা এই নির্দেশ অমান্য করবেন, তাঁর বা তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করবে রাজ্য। প্রয়োজনে ‘ওয়েস্ট বেঙ্গল এপিডেমিক ডিজিজ কোভিড ১৯ রেগুলেশন ২০২০’ অনুসারে সংশ্লিষ্ট ব্যক্তি বা ব্যক্তিদের বলপূর্বক ‘কোয়ারান্টাইন’ অর্থাৎ গৃহবন্দি থাকতেও বাধ্য করা হবে।
প্রতীকী ছবি।