কলকাতা

করোনার জের, এনআরএস হাসপাতালের দুটি বিভাগ আপাতত বন্ধ

সম্পূর্ণভাবে জীবাণুমুক্ত করার পরই ফের চালু হবে ওয়ার্ড দুটি

কলকাতার এন আর এস হাসপাতালে করোনা রোগীর মৃত্যুর জের। আগামী ৪ ঘম্টা বন্ধ রাখা হচ্ছে দুটি বিভাগ। সিসিইউ এবং মেল মেডিসিন। আপাতত ওই দুই বিভাগে রোগী ভর্তি বন্ধ করা হয়েছে। সম্পূর্ণভাবে জীবাণুমুক্ত করার পরই ফের চালু হবে ওয়ার্ড দুটি। ইতিমধ্যেই ওই রোগীর সংস্পর্শে আসায় হাসপাতালের চিকিৎসক, নার্স ও স্বাস্থকর্মী মিলিয়ে ৬৪ জনকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। প্রত্যেকের করোনা পরীক্ষার জন্য নির্দেশও দেওয়া হয়েছে। এঁদের প্রত্যেককে দেওয়া হবে হাইড্রোক্সিকক্লোরোকুইন। প্রসঙ্গতঃ, মৃত ওই রোগীর করোনার রিপোর্ট পাওয়ার আগে অন্য দুই সাধারণ রোগীর সঙ্গেই রাখা হয়েছিল তাঁকে। সেই নিয়েও শুরু হয়েছে জোর চর্চা। উল্লেখ্য, আজ নবান্নে সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী এন আর এস-এর বিষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।