উত্তরপ্রদেশঃ ১০০ ফুটেরও বেশি গভীর কুয়োয় পড়ে গিয়েছিল ৫ বছরের শিশু। আট ঘণ্টার প্রচেষ্টায় অবশেষে শিশুটিকে উদ্ধার করা সম্ভব হল। শিশুটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করতে সম্ভবপর হয়েছেন উদ্ধারকারীরা। উত্তরপ্রদেশের মথুরা জেলার শেরগড় এলাকার আগরওয়ালা গ্রামে চাঞ্চল্যকর এই ঘটনা ঘটে। গতকাল বিকেলে প্রায় ১১০ ফুট গভীর কুয়োর ভিতরে পা ফসকে পড়ে গিয়েছিল শিশুটি। এরপর তড়িঘড়ি গ্রামবাসীরা খবর দেন প্রশাসনকে। প্রশাসনের তরফে উদ্ধারের ব্যবস্থা করা হয়। তারা প্রায় ৮ ঘণ্টার চেষ্টা শিশুটিকে বের করে আনেন। শিশুটিকে বর্তমানে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। মথুরার মুখ্য স্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন, বর্তমানে শিশুটি সুস্থ রয়েছে। তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।