কেকেআর : ১৬১-৮ (লিন ৮২),
সিএসকে : ১৬২-৫ (রায়না ৫৮),
সিএসকে ৫ উইকেটে জয়ী।
এদিন শুরু থেকেই সিএসকে বোলারদের চাপে রাখেন ক্রিস লিন। অজি ওপেনার ছাড়া আর কোনও ব্যাটসম্যান দায়িত্ব নিয়ে খেললেন না। এদিন আরও একবার ব্যর্থ হলেন অধিনায়ক দীনেশ কার্তিক। কার্যত ব্যর্থ নীতীশ রানা, শুভমান গিলও। ঘরের মাঠে খাতাও খুলতে পারলেন না রবীন উথাপ্পা। একা লিনের ৮২ রানের ইনিংসে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১৬১ রান করে কেকেআর। ইডেনের ব্যাটিং সহায়ক পিচে এই রানটা খুব একটা বেশি নয়। জবাবে ব্যাট করতে নেমে শুরুটা অবশ্য খুব একটা ভাল করেনি সিএসকেও। ২৯ রানের মাথায় প্রথম উইকেটটি তুলে নেয় কেকেআর। কিন্তু, এরপরই ইনিংসের হাল ধরেন রায়না। দুর্দান্ত অর্ধশতরানের ইনিংস খেলে দলকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দেন তিনি। বাকি কাজটা সম্পূর্ণ করেন রবীন্দ্র জাদেজা। রায়না করেন ৫৮ রান। অন্যদিকে, জাদেজা মাত্র ১৭ বলে ৩১ রান করেন।