মুর্শিদাবাদঃ আজ মুর্শিদাবাদের বেলডাঙা এবং ভগবানগোলায় দলীয় প্রার্থীদের হয়ে দুটি প্রচারসভা করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। জেলাবাসীদের উদ্দেশ্যে তিনি বললেন, ‘কংগ্রেস বিজেপি এবং সিপিএম-এর কাছে বিক্রি হয়ে গিয়েছে। সেজন্যই কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন অপূর্ব সরকার। তাই কংগ্রেস, সিপিএম, বিজেপিকে ভোট দিয়ে ভোট ভাগ করবেন না’।মুর্শিদাবাদের বেলডাঙার সভা থেকে অধীর চৌধুরীকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর প্রশ্ন অধীর চৌধুরী কোথায় থাকেন। বহরমপুরের সাংসদ অনেক বড় বড় কথা বলেন, তিনি নিজের দিকে তাকান। নির্বাচনী হলফনামায় আগের স্ত্রীর কথা উল্লেখ করেননি বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গে বিভিন্ন সভায় তৃণমূল নেত্রী আক্রমণের লক্ষ্য ছিল বিজেপি। কিন্তু দক্ষিণবঙ্গে ঢুকতেই বদলে গেল অভিমুখ। মুর্শিদাবাদের সভা থেকে তিনি কড়া ভাষায় আক্রমণ করলেন কংগ্রেস নেতা তথা বিদায়ী সাংসদ অধীর চৌধুরীকে। কংগ্রেস সাংসদ অধীররঞ্জন চৌধুরির বিরুদ্ধে তোপ দেগে মমতা বন্দ্যোপাধ্যায়ের কটাক্ষ, ‘মুর্শিদাবাদের জন্য কিছুই করেননি বহরমপুরের সাংসদ। আপনি আমাকে প্যান্ডোরার বাক্স খুলতে বলবেন না। নিজের দিকে তাকান। বাম আর রাম আর মধ্যিখানে শ্যাম। দু’পাশে দুই বটগাছ, মধ্যিখানে অধীররাজ। উনি সকালে বিজেপি, দুপুরে কংগ্রেস, রাতে সিপিএম।’ তাঁর অভিযোগ, আরএসএস টাকার বান্ডিল নিয়ে ভোটারদের প্রভাবিত করতে রাজ্যে এসেছে।এমনকি আরএসএস–এর দপ্তরে প্রণব মুখার্জি নিজে গিয়েছিলেন বলেও এদিন উল্লেখ করে মমতার বিস্ফোরক মন্তব্য, ‘জঙ্গিপুরে প্রণবপুত্র অভিজিৎ মুখার্জি এবং বহরমপুরে অধীর চৌধুরির হয়ে তারা প্রচার করছে। একহাতে ডান্ডা, আএক হাতে ঝান্ডা নিয়ে পান্ডা হয়েছে আরএসএস।’ মুর্শিদাবাদের যুবসম্প্রদায়কে এব্যাপারে সতর্ক থাকতে আবেদন করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এও বলেন, ‘তৃণমূলও আজ জাতীয় রাজনৈতিক দল। নির্বাচন মিটলে আমরা সব দল একসঙ্গে বসে ঐক্যবদ্ধ সরকার গড়তে বৈঠক করব। এই চৌকিদার নেতা আমরা চাই না। বিজেপি বলছে ২০২৬–এ দেশের উন্নতি করবে। মনে রাখবেন ২০২৬, ৪২–এ ৪২।’