দেশ

‘কেন্দ্রীয় কর্মচারী, পেনশনার এবং জওয়ানদের বর্ধিত ডিএ কাটা অমানবিক, এর চেয়ে বরং বুলেট ট্রেন ও সেন্ট্রাল ভিস্তার মতো প্রকল্পগুলো বন্ধ করে দিন’, মোদিকে বার্তা রাহুলের

আজ রাহুল গান্ধী সরকারী কর্মী ও পেনশনগ্রহীতাদের বর্ধিত ডিএ না দেওয়ার ঘোষণায় মোদি সরকারের সমালোচনা করেছেন। অর্থনৈতিক ক্ষতির মুখোমুখি হতে হবে বলে অর্থ মন্ত্রণালয় গতকাল জানায়, কোভিড -১৯-র কারণে কেন্দ্রীয় সরকার কর্মচারীদের বর্ধিত ডিএ সামনের দের বছরের পর্যন্ত না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ রাহুল গান্ধী টুইটে লেখেন, ” কোটি কোটি টাকার বুলেট ট্রেন প্রকল্প এবং কেন্দ্রীয় ভিস্তার বিউটিফিকেশন প্রকল্প স্থগিত না করে জনসাধারণের সেবা করা মূল্যবৃদ্ধি ভাতা, কেন্দ্রীয় কর্মচারী, পেনশনার এবং জওয়ানদের ডিএ কেটে নেওয়া সরকারের একটি সংবেদনশীল এবং অমানবিক সিদ্ধান্ত।”