মহারাষ্ট্রে ৮০ শতাংশ করোনা রোগীই উপসর্গহীন। এবং ২০ শতাংশ রোগীর হয় মৃদু বা গুরুতর উপসর্গ আছে। যার ফলে রোগ ধরতে সময় লাগছে। তার উপর অনেকেই ঠিক সময়ে পরীক্ষা না করানোয় রাজ্যের করোনা সংক্রমণ আরও বাড়ছে। মহারাষ্ট্রে ক্রমাগতহারে বেড়ে চলা কোভিড-১৯ সংক্রমণ নিয়ে এই উদ্বেগই প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। আজ রাজ্যবাসীর উদ্দেশ্যে ভিডিও বার্তায় উদ্ধব বলেছেন, ‘আমাদের দেখতে হবে কীভাবে মানুষকে রক্ষা করা যায়। যাঁরা লুকোচ্ছেন এবং পরীক্ষা করাচ্ছেন না, আপনাদের যদি কোনও উপসর্গ থাকে, দয়া করে পরীক্ষা করাতে যান। আগামী তিন-চার মাস খুব গুরুত্বপূর্ণ।’ রাজ্যের সব চিকিত্সকদের তাঁদের ক্লিনিক এবং ডায়ালিসিস সেন্টারগুলোকে খোলার জন্য আবেদন করে উদ্ধব বলেছেন, লকডাউন তোলা নিয়ে রবিবার সন্ধ্যায় সরকার পর্যালোচনা বৈঠক করবে। তারপর ৩০ তারিখের পর এব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। মহারাষ্ট্র পুলিশের দুই কর্মীর কোভিড-১৯-এ মৃত্যু হয়েছে। তাঁদের স্মৃতিতে শোকজ্ঞাপন করে মুখ্যমন্ত্রী বলেছেন, প্রয়াত পুলিশকর্মীদের পরিবাররা রাজ্য সরকারের তরফে সবরকম সাহায্য পাবে।