কলকাতায় কন্টেইনমেন্ট জোন ২২৭
কলকাতাঃ রেড, অরেঞ্জ ও গ্রিন। সংক্রমিত এলাকাকে এই তিন ভাগে ভাগ করা হয়েছে। রেড জোন অর্থাৎ যেখানে সংক্রমিতের সংখ্যা সবচেয়ে বেশি, তার উপর চলছে বিশেষ নজরদারি। যে এলাকায় সংক্রমণের হার তুলনামূলক কম, তা পড়বে অরেঞ্জ জোনের আওতায়। আর গ্রিন হল বিপন্মুক্ত এলাকা। অর্থাৎ এসব স্থানে করোনা সেভাবে প্রভাব বিস্তার করেনি। বাংলায় কোন কোন জায়গাকে এই তিনটি জোনের মধ্যে ফেলা হয়েছে? কোন এলাকাই বা কনটেনমেন্ট জোন বা সংক্রমক এলাকার তালিকাভুক্ত হয়েছে? সোমবার নবান্নে সেই বিস্তারিত তথ্য তুলে ধরলেন মুখ্যসচিব রাজীব সিনহা। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বলেন, “অনেকদিন থেকেই তো আপনারা জানতে চাইছিলেন সংক্রমক এলাকা হিসেবে চারটি রেড জোনের কোন কোন জায়গাকে রাখা হয়েছে। আগে তার বিস্তারিত তথ্য দেওয়া হয়নি। এবার পুরোটা প্রকাশ করা হল।”
বাংলায় রেড জোন হিসেবে চিহ্নিত হয়েছে কলকাতা, উত্তর ২৪ পরগনা, হাওড়া এবং পূর্ব মেদিনীপুর। প্রথমেই আসা যাক কলকাতার কথায়। মোট ২২৭টি জায়গাকে সংক্রমক এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে। এদিন মুখ্যসচিব বলেন, মহানগরের ২২৭টি এলাকার মধ্যে ১৮টিতে গত দু’সপ্তাহে নতুন করে কেউ সংক্রমিত হননি। উত্তর ২৪ পরগনার মোট ৫৭টি এলাকাকে কনটেনমেন্ট জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে। হাওড়ায় মোট ৫৬টি সংক্রমিত এলাকাকে বিশেষ নজরে রাখা হচ্ছে। আর পূর্ব মেদিনীপুরের তালিকায় রয়েছে মোট আটটি ব্লক।
অরেঞ্জ জোনের আওতায় রয়েছে ১১টি জেলা। দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, কালিম্পং, নদিয়া, জলপাইগুড়ি, দার্জিলিং, মুর্শিদাবাদ এবং মালদা। এই এলাকাগুলি মারণ ভাইরাস থেকে সম্পূর্ণ সুরক্ষিত নয়। তবে এই জেলাগুলিকে দ্রুত গ্রিন জোনে পরিণত করার সবরকম ব্যবস্থা করছে প্রশাসন।
গ্রিন জোনের মধ্যে রয়েছে এ রাজ্যের আটটি জেলা। আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া এবং ঝাড়গ্রাম। অর্থাৎ এসব জেলা এখনও পর্যন্ত করোনামুক্ত। আগামী ২১ মে পর্যন্ত সকলকে সতর্ক থাকতে হবে বলেই বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী।
হাওড়ার কন্টেইনমেন্ট জোনের তালিকা –
উত্তর ২৪ পরগণার কন্টেইনমেন্ট জোনের তালিকা –
কলকাতার কন্টেইনমেন্ট জোনের তালিকা –
পূর্ব মেদিনীপুরের কন্টেইনমেন্ট জোনের তালিকা –
কলকাতার স্পর্শকাতর এলাকা –
🔵 শ্যামপুকুর (অভয় মিত্র স্ট্রিট)
🔵 লাল ময়দান (ঘোষ রোড, কৃষ্ণ মল্লিক লেন, বেলগাছিয়া রোড)
🔵 টালাপার্ক এভিনিউ (অনাথ নাথ দেব লেন)
🔵 রাজা মণীন্দ্র রোড
🔵 পাইকপাড়া
🔵 বেলগাছিয়া রোড (ক্ষুদিরাম বসু সরণি)
🔵 কেসি রোড, চিড়িয়ামোড়
🔵 কাশীপুর
🔵 সচিন মিত্র লেন, বিধান সরণি, বাগবাজার
🔵 শ্যামপুকুর স্ট্রিট, নবকুমার রাহা লেন (কলকাতা-৪)
🔵 শ্যামবাজার, নলিনী সরকার স্ট্রিট, সিকদার বাগান, অরবিন্দ সরণি
🔵 ভবনাথ সেন স্ট্রিট (কলকাতা-৪)
🔵 মানিকতলা, ক্যানেল ওয়েস্ট রোড, বিবেকানন্দ রোড
🔵 সিমলা রোড, মানিকতলা
🔵 রাজা ধীরেন্দ্র স্ট্রিট
🔵 বেনিয়াটোলা স্ট্রিট, বেনিয়াটোলা লেন, জোড়াবাগান
🔵 হরি ঘোষ স্ট্রিট, ভীম ঘোষ লেন, কাশী বোস লেন
🔵 দুর্গাচরণ মিত্র স্ট্রিট (কলকাতা-৬)
🔵 বিকে পাল এভিনিউ স্ট্রিট, সোনাগাছি লেন
🔵 জয় মিত্র স্ট্রিট, নীলমণি মিত্র স্ট্রিট, রাম চন্দ্র ঘোষ লেন, জরিফ লেন (কলকাতা-৬)
🔵 এম ডি রোড, কাশী দত্ত স্ট্রিট
🔵 বিপ্লবী বারীন ঘোষ সরণি
🔵 পটুয়াপাড়া লেন, খালপাড় ঝুপড়ি (বোরো ৩)
🔵 নারকেলডাঙা (বোরো ৩)
🔵 ক্যানেল ইস্ট রোড (বোরো ৩)
🔵 নারকেল ডাঙা মেন রোড (বোরো ৩)
🔵 সিআইটি রোড, ফুলবাগান অঞ্চল
🔵 মোতিলাল বাসাল লেন, ফুলবাগান
🔵 কাদাপাড়া, ফুলবাগান
🔵 বেলেঘাটা মেন রোড
🔵 বারোয়ারি টালা রোড (বোরো ৩)
🔵 কবি সুকান্ত সরণি (বোরো ৩)
🔵 স্ট্যান্ড রোড, স্ট্যান্ড ব্যাঙ্ক রোড
🔵 বড়তলা স্ট্রিট, বড়বাজার, হরিরাম স্ট্রিট, জৈন মন্দির রোড, হরিরাম গোয়েঙ্কা স্ট্রিট
🔵 বিডন স্ট্রিট, অক্ষয় দত্ত লেন, নিমতলা ঘাট স্ট্রিট
🔵 পাথুরিয়াঘাটা স্ট্রিট
🔵 হরিনাথ দে রোড, নারকেল ডাঙা, সিকদার পাড়া
🔵 জোড়াসাঁকো, মার্কাস স্ট্রিট
🔵 কাইজার স্ট্রিট, সূর্যসেন স্ট্রিট, প্রেমন্দ্র বড়াল স্ট্রিট, প্রেমচাঁদ বড়াল স্ট্রিট
🔵 জগবন্ধু লেন, মুচিপাড়া
🔵 বিপিন বিহারী গাঙ্গুলি স্ট্রিট, শিয়ালদা, নবীন চন্দ্র বড়াল স্ট্রিট
🔵 স্কট লেন, আমহার্স্ট স্ট্রিট
🔵 জাকারিয়া স্ট্রিট
🔵 মেডিক্যাল কলেজ, বি সি রায় স্টুডেন্টস হস্টেল, নীলমাধব সেন লেন
🔵 বিবি গাঙ্গুলি স্ট্রিট, এজেসি বোস রোড, এন্টালি, কানাল স্ট্রিট, ছাতু বাবু লেন
🔵 আনন্দ পালিত, পামের বাজার
🔵 হাতিবাগান রোড (উত্তর কলকাতা)
🔵 বেনিয়াপুকুর হরেকৃষ্ণ কোঙার রোড, গোরাচাঁদ লেন
🔵 কসাইপাড়া লেন, পার্কস্ট্রিট, লিটন স্ট্রিট, ক্রিমেটোরিয়াম স্ট্রিট, ম্যাকলিয়ড স্ট্রিট
🔵 আলিমুদ্দিন স্ট্রিট, নবাব আব্দুল লতিফ স্ট্রিট, রানি রাশমনি গার্ডেন লেন, ট্যাংরা
🔵 চিংড়িঘাটা, ক্রিস্টোফার রোড, মুসলিম কাম্প বস্তি, প্রগতি ময়দান, তিলজলা রোড, তোপসিয়া, বেক বাগান, পার্কসার্কাস, কনভেন্ট লেন, মতিঝিল বস্তি
🔵 রাধানাথ চৌধুরী রোড, মির্জা গালিব স্ট্রিট, ব্রাইট স্ট্রিট
🔵 পাম এভিনিউ, বালিগঞ্জ, তিলজলা লেন, মিয়াঁজান অস্তাগার লেন, বালিগঞ্জ প্লেস
🔵 বন্দেল রোড, গড়িয়াহাট, একডালিয়া রোড, বালিগঞ্জ প্লেস
🔵 হাজরা রোড বালিগঞ্জ, বেলতলা রোড, এলগিন রোড, লেক এভিনিউ
🔵 পন্ডিতিয়া রোড, এসপি মুখার্জি রোড কালীঘাট
🔵 ফার্ন রোড, পদ্মপুকুর রোড
🔵 কমান্ড হসপিটাল, আলিপুর
🔵 চেতলা হাট রোড, নব রায় লেন, আফতাব মসজিদ লেন, ওয়াটগঞ্জ, বডি গার্ডস লাইন অ্যান্ড সিডব্লুই ক্যাম্পাস, হেস্টিংস, গঙ্গাধর ব্যানার্জি লেন, বিশু বাবু লেন, মোমিনপুর রোড, খিদিরপুর, কার্ল মার্ক্স সরণি, গার্ডেন রিচ, সাউথ ইস্টার্ন রেলওয়েস অফিসারস কলোনি, রহিম অস্তাগার রোড
🔵 হিন্দ রোড বাঘযতীন, পাটুলি, আনন্দ পল্লী, রাজডাঙা মেন রোড, আনন্দপুর, উপহার লাক্সারি কমপ্লেক্স, শহীদ স্মৃতি কলোনি, পঞ্চসায়র, নয়াবাদ, নিউ আলিপুর
🔵 বেহালা এয়ারপোর্ট রোড, পর্ণশ্রী
🔵 প্রিন্স দিলওয়ার ঝা লেন, গার্ডেনরিচ, দেওয়ান বাগান, ফতেহপুর (মেটিয়াব্রুজ সংলগ্ন এলাকা), কটন মিল লেন
উত্তর ২৪ পরগণার স্পর্শকাতর এলাকার –
🔵 বিধাননগর পুরসভা: ৩ নম্বর ওয়ার্ডের অ্যাপোলো নার্সিং হোম, গোপালপুর, বটতলা, নারায়ণপুর, ৯ নম্বর ওয়ার্ডের মনশিবতলা, দেবালয় অ্যাপার্টমেন্ট, রঘুনাথপুর, ৬ নম্বর ওয়ার্ডের নিশিকানন, তেঘরিয়া, ঢালিপাড়া, চিনার পার্ক, চার্নক হাসপাতাল তেঘরিয়া, শীতলা মন্দির, ৭ নম্বর ওয়ার্ডের কৈখালি মন্ডলগান্তি, হলদিরাম, তেঘরিয়া সেকেন্ড লেন, ১১ নম্বর ওয়ার্ডের তেঘরিয়া সেকেন্ড লেন (তরুণ সংঘ ক্লাবের নিকট), ৩২ নম্বর ওয়ার্ডের করুণাময়ী, সল্টলেক, ৩৩ নম্বর ওয়ার্ডের এফডি ব্লক, সল্টলেক, ১৯৭, জিসি ব্লক সল্টলেক, ৪১ নম্বর ওয়ার্ডের এডি ব্লক, সল্টলেক।
🔵 রাজারহাট ব্লক: আর-বি ২ ব্লকের আর-বি ২, রাজারহাট।
🔵 দমদম পুরসভা: ১১ নম্বর ওয়ার্ডের এয়ারপোর্ট গেট নম্বর ১, দমদম
🔵 দক্ষিণ দমদম পুরসভা: দক্ষিণ দমদম পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডের এনএন রোড, ৩০ নম্বর ওয়ার্ডের লেকটাউন ব্লক বি কলকাতা ৮৯, ৩৩ নম্বর ওয়ার্ডের গোলাঘাটা রোড, লেকটাউন, ৩৪ নম্বর ওয়ার্ডের দক্ষিণদারি রোড, ২৫ নম্বর ওয়ার্ডের গোরক্ষবাসী রোড, নাগেরবাজার, ২৬ নম্বর ওয়ার্ডের কবি ভারত চন্দ্র রোড
🔵 উত্তর দমদম পুরসভা: ১৯ নম্বর ওয়ার্ডের বিরাটি, খলিশাকোটা পল্লি, ৩২ নম্বর ওয়ার্ডের বিষড়পাড়া গাজিবাড়ি মোড়, বিরাটি, এম এ সরণি, ২৪ নম্বর ওয়ার্ডের শিবাচল রোড, ১১ নম্বর ওয়ার্ডের নিমতা, গোলবাগান, কে কে রানি দাস রোড, ১০ নম্বর ওয়ার্ডের কবি সত্যেন বসু রোড, ১২ নম্বর ওয়ার্ডের বিরাটি, নিমতা, পাঠানপুর, ২৭ নম্বর ওয়ার্ডের অংশবিশেষ, ২৮ নম্বর ও ৩৩ নম্বর ওয়ার্ডের পূর্ব আলিপুর (গাঙ্গুলিবাড়ির নিকটে), নিমতা।
🔵 কামারহাটি পুরসভা: ১৭ নম্বর ওয়ার্ডের রথতলা, ১৬ নম্বর ওয়ার্ডের ক্লাব টাউন হাইটস, বেলঘরিয়া, রথতলা, ২১ নম্বর ওয়ার্ডের ওল্ড নিমতা রোড, ২৫ নম্বর ওয়ার্ডের জগন্ত পল্লি, দেশপ্রিয় নগর, ২৬ নম্বর ওয়ার্ডের রানি পার্ক, ১৮ নম্বর ওয়ার্ডের শরৎ পল্লি
🔵 মধ্যমগ্রাম পুরসভা: ২৮ নম্বর ওয়ার্ডের মাইকেলনগর, (মধুসূদন লেকের বিপরীতে), ১০ নম্বর ওয়ার্ডের পূর্ব বঙ্কিমপল্লি, ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব উদয়রাজপুর, তুতেপাড়া
🔵 বরাহনগর পুরসভা: ১১ নম্বর ওয়ার্ডের নিয়োগী পাড়া রোড, ১ নম্বর ওয়ার্ডের বিক্রম সুপার মার্কেট, বিটি রোড, ২৯ নম্বর ওয়ার্ডের নন্দকুমার রোড
🔵পানিহাটি পুরসভা: ১০ নম্বর ওয়ার্ডের মহাজাতিনগর, আগরপাড়া, ২৭ নম্বর ওয়ার্ডের প্রসন্ন চ্যাটার্জি রোড, ঘোলা
🔵 ভাটপাড়া পুরসভা: ৮ নম্বর ওয়ার্ডের বিএল নম্বর ৫, হোল্ডিং নং ৬/২, পুলিশ স্টেশন, কাকিনাড়া, ১০ নম্বর ওয়ার্ডের সিঁথির পাড়া রোড।
🔵 বারাসত পুরসভা: ১৭ নম্বর ওয়ার্ডের কালিকাপুর, ৩ নম্বর ওয়ার্ডের শ্রীনিকেতন, (লালী সিনেমা হলের বিপরীতে)
🔵 উত্তর ব্যারাকপুর পুরসভা: ২২ নম্বর ওয়ার্ডের ঘটকপাড়া, মণিরামপুর, ব্যারাকপুর, ১৯ নম্বর ওয়ার্ডের আউটপোস্ট রোড, নয়াপল্লি (মণিরামপুরের নিকটে)
🔵 ব্যারাকপুর পুরসভা: ৫ নম্বর ওয়ার্ডের সাধু মুখার্জি রোড
🔵 খড়দহ পুরসভা: ৯ নম্বর ওয়ার্ডের বরিশাল পল্লি, রহড়া
🔵 নৈহাটি পুরসভা: ৭ নম্বর ওয়ার্ডের চন্দ্রশেখর রায় রোড, গরিফা
🔵 বাদুরিয়া ব্লক: চাদিপুর ব্লকের চাদিপুর, বাদুরিয়া
🔵 হাবড়া পুরসভা: ১৯ নম্বর ওয়ার্ডের হাবড়া সমিতি রোড
প্রতীকী ছবি।