ভারতের করোনা পরিস্থিতি মোকাবিলায় আর্থিক সাহায্যে এগিয়ে এলো এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক বা এডিবি। মঙ্গলবার এডিবি ঘোষণা করেছে, করোনা মোকাবিলার জন্য ভারতকে তারা ১.৫ বিলিয়ন মার্কিন ডলার ঋণ দেবে। এডিবি-র সভাপতি মাসাটসুগু আসাকাওয়া জানান, ‘এই অসম চ্যালেঞ্জ মোকাবিলায় এডিবি ভারতকে সাহায্য করতে সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ।’ এডিবি-র কোভিড–১৯ অ্যাক্টিভ রেসপন্স অ্যান্ড এক্সপেন্ডিচার সাপোর্ট বা কেয়ার্স প্রকল্পের মধ্যে যেমন রয়েছে উন্নতমানের স্বাস্থ্য পরিষেবার জন্য সরাসরি অর্থ বরাদ্দ এবং ৮০০ মিলিয়নেরও বেশি মানুষের সামাজিক সুরক্ষা ব্যবস্থা তৈরি। তেমনই গরিব, অসহায়, বৃদ্ধ এবং আর্থিকভাবে বিপর্যস্ত শ্রেণিকে সাহায্য করার জন্য অর্থ বরাদ্দের বিষয়। কেন্দ্রীয় সরকার এবং অন্যান্য সহায়কদের মাধ্যমে বড় অঙ্কের আর্থিক প্যাকেজ দ্রুত বিলিব্যবস্থা করাটাই তাদের প্রাথমিক কাজ বলে জানিয়েছে এডিবি।