দেশ

বিশাখাপত্তনমে কারখানা থেকে বিষাক্ত গ্যাস লিক, মৃত ৮, অসুস্থ ১০০০, হাসপাতালে ভর্তি ৩০০

অন্ধ্রপ্রদেশঃ আজ ভোর ৩টে ৩০মিনিট নাগাদ বিশাপত্তনমের এলজি পলিমার সংস্থার রাসায়নিক কারখানার থেকে বিষাক্ত গ্যাস লিক করে। রাসায়নিক কারখানায় বিষাক্ত গ্যাস লিক করে অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে। তাঁর মধ্যে শিশুও রয়েছে। অসুস্থ হয়ে পড়েছেন প্রায় ১০০০-এর ও বেশি মানুষ। এদের মধ্যে ৩০০ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি ক রা হয়েছে। হাসপাতালে কাতারে কাতারে অসুস্থ মানুষের ভিড় বাড়ছে। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আজ ভোরের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে অন্ধ্রপ্রদেশের এই শহরে। বিশাখাপত্তনমের দক্ষিণ শহরতলির কাছে গোপালপত্তনম এলাকায় রয়েছে এলজি পলিমার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড নামের ওই রাসায়নিক কারখানা। মূলত পলিয়েস্টার পলিথিন তৈরি হত ওই কারখানায়। সেই কাজে ব্যবহার করা হত স্টাইরিন নামের গ্যাস। যা মানব শরীরের পক্ষে বিষাক্ত। ঘটনাস্থলে হাজির রয়েছে অ্যাম্বুলেন্স, দমকল ও পুলিশ। অসুস্থদের মাথা যন্ত্রণা, বমি ভাব ও শ্বাসকষ্টের উপসর্গ দেখা গিয়েছে। বিষাক্ত গ্যাসের ছোবলে অনেকে কারখানার পাশের রাস্তাতেই অসুস্থ হয়ে পড়েন প্রচুর মানুষ। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় হাসপাতালগুলি যুদ্ধকালীন তত্‍পরতায় অসুস্থদের চিকিত্‍সা করছে। অন্তত ১৫০০ থেকে ২০০০ বেড প্রস্তুত রাখা হয়েছে হাসপাতালগুলিতে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিশাখাপত্তনমের আর আর ভেঙ্কটাপুরমে অবস্থিত এলজি পলিমার সংস্থার রাসায়নিক কারখানায় বৃহস্পতিবার ভোরে হয় এই দুর্ঘটনা। আচমকা বিষাক্ত গ্যাস লিক করে কারখানা থেকে। গ্রেটার বিশাখাপত্তনম মিউনিসিপ্যাল কর্পোরেশনের তরফে এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। স্থানীয়দের বাড়ি থেকে বেরোতে নিষেধ করা হয়েছে। লকডাউনের মধ্যে কীভাবে গ্যাস লিক হল তা নিয়ে তদন্ত করছে পুলিশ। সংস্থার নামে নোটিস জারি করা হয়েছে। বিশাখাপত্তনমের বর্তমান এই পরিস্থিতি নিয়ে আজ বেলা ১১ টায় জরুরি বৈঠক ডাকলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ইতিমধ্যেই অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে নিয়েছেন প্রধানমন্ত্রী। ট্যুইট করে অসুস্থদের আরোগ্য কামনাও করেছেন। রাষ্ট্রপতিও ট্যুইট করে অসুস্থদের আরোগ্য কামনাও করেছেন। দেখে নিন সেই ভিডিও-