জেলা

আগামী সোমবার থেকে চলবে বেসরকারি বাস, উঠলেই দিতে হবে ২০ টাকা

কলকাতাঃ আগামী সোমবার থেকে কলকাতা এবং জেলায় চলবে বেসরকারি বাস। সরকারি নিয়ম মেনে তোলা হবে সর্বোচ্চ ২০ জন যাত্রী। সরকারের সঙ্গে বৈঠকে ভাড়াবৃদ্ধির প্রস্তাব বাস মালিকদের। ভাড়া বাড়ছে, তা মোটামুটি নিশ্চিত ছিলই৷ এ বার আনুষ্ঠানিক ভাবেই ভাড়া বাড়ার কথা জানিয়ে দিল জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেট৷ কলকাতায় বেসরকারি বাসে এ বার উঠলেই গুনতে হবে ২০ টাকা৷ অর্থাত্‍ ন্যূনতম ভাড়াই ২০ টাকা৷ এ দিন জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের সাধারণ সম্পাদক তপন বন্দ্যোপাধ্যায় জানান, কলকাতায় লকডাউনে বেসরকারি বাসের ভাড়া বাড়ানো হল৷ প্রথম ৪ কিলোমিটারে ভাড়া ২০ টাকা৷ এরপর প্রতি স্টেজে ৫ টাকা করে বাড়বে৷ ৪ থেকে ৮ কিমি দূরত্বে বাসভাড়া ২৫ টাকা, ৮ থেকে ১২ কিমি দূরত্বে বাসভাড়া ৩০ টাকা, ১২ থেকে ১৬ কিমি দূরত্বে বাসভাড়া ৩৫ টাকা, ১৬ থেকে ২০ কিমি দূরত্বে ভাড়া ৪০ টাকা হবে৷ ২০ কিমি-র পরে প্রতি কিলোমিটারে ১ টাকা করে ভাড়া বাড়তে থাকবে৷ তবে জেলায় বাসভাড়ার স্তরগুলি নিয়ে আগামিকাল অর্থাত্‍ শুক্রবার সিদ্ধান্ত নেওয়া হবে৷ তবে জেলার ভিতরে বাসে উঠলেই ভাড়া ১৫ টাকা৷ জেলায় বাসে উঠলেই ন্যূনতম ভাড়া ১৫ টাকা৷ তবে সরকারি বাসের ভাড়া বাড়ছে না৷