প্রিয়াঙ্কা সেনগুপ্ত, পশ্চিম মেদিনীপুরঃ “পেইড নিউজ” নিয়ে কড়া পদক্ষেপ নিতে চলেছে নির্বাচন কমিশন। আর তাই পশ্চিম মেদিনীপুরে এসে প্রথমেই এই সংক্রান্ত খোঁজ খবর নিতে শুরু করলেন এই জেলার নির্বাচন কমিশনের পর্যবেক্ষক। উল্লেখ্য, মঙ্গলবারই জেলায় এসেছেন, মেদিনীপুরের পর্যবেক্ষক ধ্রুব পুরারি সিংহ ও ঘাটালের পর্যবেক্ষক এন মোহন। এঁরা দুজনেই আই এ এস অফিসার। জেলা প্রশাসনের এক সূত্রের খবর, জেলায় এসেই প্রথমে তাঁরা “পেইড নিউজ” সংক্রান্ত তথ্য তলব করেছেন। এ নিয়ে জেলা প্রশাসনের কাছে কোন অভিযোগ জমা পড়েছে কিনা তাও জানতে চেয়েছেন তাঁরা। উল্লেখ্য, ভোটের সময় কোন প্রার্থীর পক্ষ থেকে উপহার বা অর্থের বিনিময়ে সংবাদ পরিবেশনের ক্ষেত্রে প্রথম থেকেই কড়া ব্যবস্থা নিতে চলেছে নির্বাচন কমিশন।