দেশ

দেশে জুড়ে ৩১ মে পর্যন্ত বাড়ল লকডাউনের মেয়াদ

নয়াদিল্লিঃ তৃতীয় দফার লকডাউনের শেষ দিন চতুর্থ দফার ঘোষণা করে দিল কেন্দ্রীয় সরকার। রবিবার জাতীয় বিপর্যয় মোকাবিলা দপ্তর থেকে নির্দেশিকায় ৩১ মে পর্যন্ত দেশজুড়ে লকডাউনের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে। করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে ২৫ মার্চ থেকে লকডাউন শুরু হয়েছিল দেশে। তৃতীয় দফার শেষে এসে দেখা যাচ্ছে কোভিড-১৯-এর সংক্রমণ কমার লক্ষণ নেই। বরং গত ২৪ ঘণ্টায় নতুন করে প্রায় পাঁচ হাজার করোনা রোগীর সন্ধান মিলেছে। একদিনের হিসেবে যা রেকর্ড। ফলে লকডাউন ছাড়া কার্যত কোনও বিকল্পই ছিল না কেন্দ্রের হাতে। যদিও এই দফার লকডাউনে আরও বেশ কিছু ছাড় দেওয়া হবে বলে জানা গিয়েছে। সে বিষয়ে আলোচনার জন্য আজ রাত ৯টায় রাজ্যগুলির আমলাদের সঙ্গে ভিডিও কনফারেন্স করবেন কেন্দ্রীয় ক্যাবিনেট সচিব রাজীব গৌবা।