আরসিবি: ২১৩/৪ (কোহলি- ১০০, আলি- ৬৬)
কেকেআর: ২০৩/৫ (রানা-৮৫*, রাসেল-৬৫)
১০ রানে জয়ী আরসিবি
পাহাড়প্রমাণ ২১৪ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ১০ রান দূরেই থমকে যেতে হল কেকেআর-কে। একইসঙ্গে টুর্নামেন্টে টানা চতুর্থ হারে প্লে-অফে যাওয়ার রাস্তা অনেকটাই কঠিন হয়ে গেল কেকেআর -এর। এদিন টস জিতে শুক্রবার ঘরের মাঠে আরিসিবি-কে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান দীনেশ কার্তিক। শুরুটা মন্থর হলেও, তৃতীয় উইকেটে ৯০ রানের পার্টনারশিপে ভর করে বড় রানের লক্ষ্যে এগিয়ে যায় বিরাট অ্যান্ড কোং। ২৮ বলে ৬৬ রানের দুরন্ত ইনিংস খেলে মইন আলি আউট হলেও রোখা যায়নি দলনায়ককে। চতুর্থ উইকেটে মার্কাস স্টোওনিসকে সঙ্গে নিয়ে আইপিএলের পঞ্চম শতরান পূর্ণ করেন বিরাট। তাঁর ৫৮ বলে ১০০ রানের ইনিংসে ছিল ৯টি চার ও ৪টি ছয়। ৮ বলে ১৭ রানের ইনিংস খেলে আরসিবি-র রান ২০০র গন্ডি পেরোতে সাহায্য করেন স্টোওনিস। জবাবে ব্যাট করতে নেমে ৩৩ রানে ৩ উইকেট হারায় নাইটরা। ২০ বলে উথাপ্পার ৯ রানের ইনিংস বড় রান তাড়া করার প্রশ্নে কেকেআরদের অনেকটাই ব্যাকফুটে ঠেলে দেয়। পঞ্চম উইকেটে রানা-রাসেল জুটি অসম্ভবকে প্রায় সম্ভব করার স্বপ্ন দেখাতে শুরু করেন। ৪৮ বলে পঞ্চম উইকেটে ১১৮ রানের বিধ্বংসী পার্টনারশিপে জয়ের খুব কাছে পৌঁছে যায় পার্পল ব্রিগেড। কিন্তু শেষরক্ষা হয়নি। রানার ৪৬ বলে ৮৫ এবং রাসেলের বিস্ফোরক ২৫ বলে ৬৫ রানের ইনিংসের পরেও লক্ষ্যমাত্রা থেকে ১০ রান দূরে থমে যায় কেকেআর-রা।