কলকাতা

তৃতীয় দফার ভোটে ৯০{ebf45fdf0a132dcec4b3bbec2b6fbe52427480f0b07af93baf83eda82c837b7c}‌ বুথে কেন্দ্রীয় বাহিনী

তৃতীয় দফার ভোটে ৯০ শতাংশের বেশি বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে। আজ নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষক অজয় ভি নায়েক নির্বাচন দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানিয়েছেন। তিনি বলেন, ‘‌আমরা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে অতিরিক্ত ৫০ কোম্পানি ফোর্স চেয়েছি। স্বরাষ্ট্র মন্ত্রকও অনুমোদন দিয়েছে।’‌ জানা গেছে, তৃতীয় দফা ভোটে ৩২৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকবে। প্রথম দফার ভোটে ছিল ৮৩ কোম্পানি, দ্বিতীয় দফায় ১৯৪ কোম্পানি। কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি রাজ্য পুলিশও থাকছে। ২৩ এপ্রিল তৃতীয় দফার ভোট। লোকসভা কেন্দ্রগুলি হল বালুরঘাট, জঙ্গিপুর, মুর্শিদাবাদ, উত্তর মালদা এবং দক্ষিণ মালদা। বৃহস্পতিবার দ্বিতীয় দফার ভোট ছিল। জলপাইগুড়িতে ভোট পড়েছে ৮৬.‌৪৪ শতাংশ, দার্জিলিঙে ৭৮.‌৬০ শতাংশ, রায়গঞ্জে ৭৯.‌৩৫ শতাংশ। গড় ভোট পড়েছে ৮১.‌৬৮ শতাংশ। এদিনের সাংবাদিক বৈঠকে সঞ্জয়বাবু ছাড়া ছিলেন উপ নির্বাচনী আধিকারিক অমিতজ্যোতি ভট্টাচার্য। দ্বিতীয় দফার ভোটে ১০১টি মহিলা পরিচালিত বুথ ছিল। এর মধ্যে কালিম্পঙে ছিল ২০, দার্জিলিঙে ৬৪, উত্তর দিনাজপুরে ১৭টি। সব মিলিয়ে বুথ ছিল ৫৩৯০টি। দার্জিলিং বিধানসভা উপনির্বাচনে ইভিএম এবং ভিভিপ্যাট ব্যবহার করা হবে। সেখানেও নির্বাচনী আর্দশ আচরণবিধি লাগু থাকবে। 

ফাইল চিত্র।