জেলা

মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের ২৫ লক্ষ ২৫ হাজার ২৫ টাকার অনুদান

প্রিয়াংকা সেনগুপ্ত , পশ্চিম মেদিনীপুরঃ করোনা মোকাবিলায় পশ্চিমবঙ্গ সরকারের ত্রাণ তহবিলে অর্থদান করল পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ। জেলা পুলিশ সুপার দীনেশ কুমার জানিয়েছেন, ২৫ লক্ষ ২৫ হাজার ২৫ টাকার একটি চেক জেলা পুলিশের পক্ষ থেকে জেলাশাসক ডঃ রশ্মি কমলের হাতে তুলে দেওয়া হয়। এই অর্থ প্রদানের ডন্য জেলার পুলিশ কর্মী রা তাঁদের একদিনের বেতন দিয়েছেন বলে জানিয়েছেন জেলাশাসক।