সুপার সাইক্লোন আমফানের প্রকোপে দক্ষিণবঙ্গের একাধিক এলাকা তছনছ হয়ে গেছে। নেই বিদ্যুত্-জলের ব্যবস্থা। গাছ পড়ে যোগাযোগ বিছিন্ন হয়েছে বহু এলাকায়। শহরের একাংশে বাড়ছে বিক্ষোভ। এই পরিস্থিতিতে রাজ্যেকে স্বাভাবিক করতে এবার সেনা সাহায্য চাইলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই আবেদনে সাড়া দিয়েই শহরের রাজপথে নামল ৫ কোম্পানি সেনা। শনিবার টুইটে স্বরাষ্ট্রদফতরের পক্ষ থেকে জানা হয় যে, পশ্চিমবঙ্গের পরিস্থিতি পুনরুদ্ধার করার জন্য সেনা সমর্থন চাইছে বাংলা। ইতিমধ্যেই কেন্দ্রীয় এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা দল মোতায়েন করা হয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। রেল, বন্দর এবং বেসরকারী সংস্থাদেরও বলা হচ্ছে পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আসতে।